তন্ময়ের প্রাপ্ত নম্বর ৪৯৩ সোনারপুর বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের ছাত্র তন্ময়। তন্ময়ের স্বপ্ন ভবিষ্যতের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। তন্ময়ের এই সাফল্যে খুশি তন্ময়ের পরিবার। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিন পর ফল প্রকাশ করল সংসদ।এ বিষয়ে উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার কারী ছাত্র তন্ময় জানান, এতো ভালো রেজাল্ট হবে আমি ভাবতে পারিনি। আমি মূলত সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তাতেই এত ভাল রেজাল্ট হবে আমি সত্যি ই আপ্লুত। আমার পরিবার এবং আমার গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকদের আমার এই সাফল্যের পিছনে অবদান রয়েছে অপরিসীম।
advertisement
আরও পড়ুন: কী চমৎকার! জন্ম হয়েছে ঠিক ১ মিনিট পরে! দাদাকে উচ্চ মাধ্যমিকে ১ নম্বরেই টেক্কা দিলেন ভাই
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলা দেখতে আমার বেশি আগ্রহ লাগে। ফুটবল ক্রিকেট দুটো খেলাই আমি সময় পেলেই দেখি। ভবিষ্যতে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে আমার।
ছেলের এই সাফল্যে খুশি তন্ময়ের মা তনুশ্রী পতি পুরকাইত, ছেলের এই সাফল্যে আমি খুব খুশি মাধ্যমিক পরীক্ষায়ও তন্ময় মেধা তালিকায় স্থান করে নিয়েছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমরা আশা করেছিলাম ভালফলাফল করবে কিন্তু উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান পাওয়ায় ছেলের এই সাফল্যে আমি খুব খুশি।
সুমন সাহা