মিড ক্যারিয়ার প্রফেশনালদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম। যাতে তাঁরা ম্যানজমেন্টে বিষয়ে সমকালীন জ্ঞান এবং লিডারশিপ স্কিল অর্জন করতে পারেন। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে পাঠক্রম শুরু হবে। মেয়াদ ২ বছর। চাকরিরতদের কথা মাথায় রেখে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার ক্লাস হবে বলে আইআইটি মাদ্রাজের তরফে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন– লরেন্স বিষ্ণোইয়ের গডফাদারকে চেনেন? ৩২ বছর বয়সী গ্যাংস্টারকে মদত জোগায় কে?
এভাবে আইআইটি মাদ্রাজে এক্সিকিউটিভ এমবিএ কোর্সে ভর্তি হতে পারেন: আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ বা তার বেশি (SC/ST/PWD-এর জন্য ৫৫ শতাংশ নম্বর) নম্বর সহ প্রথম বিভাগে স্নাতক হতে হবে। এছাড়াও, ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে UG-এর পরে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
রেজিস্ট্রেশনের সময়সীমা এবং নির্বাচনী প্রক্রিয়া: আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। আগ্রহী প্রার্থীদের অবশ্যই doms.iitm.ac.in/admission-এ রেজিস্ট্রেশন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের ৮, ৯ এবং ১০ নভেম্বর আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে ডাকা হবে। সেখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা।
আরও পড়ুন- আইনি পরামর্শ নিচ্ছেন নোয়েল টাটা, এক সপ্তাহের মধ্যে কী এমন হল? দেখুন বিস্তারিত
লিখিত পরীক্ষায় প্রফেশনাল স্কিল, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ এবিলিটির উপর প্রশ্ন থাকবে। এরপর দিতে হবে মৌখিক পরীক্ষা। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরের মাস থেকেই অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে পঠনপাঠন।
অনলাইনে আবেদনের পদ্ধতি: প্রার্থীদের doms.iitm.ac.in/admission – এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। সব তথ্য দিয়ে লগ ইন করলেই সামনে চলে আসবে আবেদনপত্র। প্রয়োজনীয় রেজাল্ট এবং সার্টিফিকেট আপলোড করে ফি জমা দিতে হবে। তাহলেই আবেদন চলে যাবে আইআইটি মাদ্রাজের নির্দিষ্ট বিভাগে।
আবেদনের সময় পাসপোর্ট সাইজ ফটো, স্বাক্ষরিত ছবি, দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশীট, স্নাতক মার্কশীট এবং শংসাপত্র, কোম্পানিতে কাজের প্রমাণ (অভিজ্ঞতা পত্র), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), স্পনসরশিপ চিঠি (যদি প্রযোজ্য হয়) এবং সিভি জমা দিতে হবে।
আবেদন ফি: রেজিস্ট্রেশনের সময় ১৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। এই ফি ফেরতযোগ্য নয়। আইআইটি মাদ্রাজের এক্সিকিউটিভ প্রোগ্রাম প্রফেশনালদের শুধু কর্মজীবনে উন্নতির দরজা খুলে দেবে তাই নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলার জন্যও প্রস্তুত করবে। আবেদনের জন্য হাতে আর ২ দিন সময় রয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করা উচিত।