আইনি পরামর্শ নিচ্ছেন নোয়েল টাটা, এক সপ্তাহের মধ্যে কী এমন হল? দেখুন বিস্তারিত
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Noel Tata Appointment: টাটা গ্রুপের মার্কেট ক্যাপ প্রায় ৩৪ লক্ষ কোটি টাকা। এর বেশিরভাগ হোল্ডিং কোম্পানি টাটা সন্সের কাছে রয়েছে। আবার টাটা সন্সে টাটা ট্রাস্টের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।
রতন টাটার প্রয়াণের পর টাটা ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন নোয়েল টাটা। এবার তিনি টাটা সন্সের বোর্ডে যোগ দিতে চলেছেন। তার আগে এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন তিনি। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, টাটা গ্রুপের মার্কেট ক্যাপ প্রায় ৩৪ লক্ষ কোটি টাকা। এর বেশিরভাগ হোল্ডিং কোম্পানি টাটা সন্সের কাছে রয়েছে। আবার টাটা সন্সে টাটা ট্রাস্টের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।
advertisement
ফলে টাটা গ্রুপের মালিকানা যে টাটা ট্রাস্টের কাছে, এ কথা বলাই যায়। এখন টাটা সন্সের বোর্ডে যোগ দেওয়ার পর নোয়েলই হবেন একমাত্র সদস্য যিনি টাটা সন্স এবং টাটা ট্রাস্ট, উভয় বোর্ডেই প্রতিষ্ঠাতা টাটা পরিবারের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি তিনি টাটা সন্সের বোর্ডে ট্রাস্ট মনোনীত তৃতীয় সদস্য হবেন। বোর্ডে ট্রাস্ট মনোনীত বাকি দুই সদস্য হলেন ভেনু শ্রীনিবাসন এবং বিজয় সিং।
advertisement
টাটা গ্রুপের জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে টাটা ট্রাস্ট। এখন টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার পর টাটা গ্রুপের নির্দিষ্ট কয়েকটি কোম্পানির পদে তিনি থাকতে পারবেন কি না, সেই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন নোয়েল টাটা। দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন সূত্রে এমনটাই জানা গিয়েছে। নোয়েল ১১ অক্টোবর টাটা ট্রাস্টের চেয়ারম্যান নির্বাচিত হন।
advertisement
বিজনেস টুডে-এর রিপোর্ট অনুযায়ী, নোয়েল টাটা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস লিমিটেড, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি টাটা স্টিল এবং টাইটান কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। আইনি বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু গ্রুপ ফার্মের চেয়ারম্যান হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন নোয়েল টাটা। কোনও বাধা নেই। কারণ সেগুলি নন এক্সিকিউটিভ ভূমিকা। তবে এই নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না নোয়েল টাটা।
advertisement
টাটা গ্রুপের উন্নতির জন্য কী করলে ভাল হবে, তা নিশ্চিত হতে চান তিনি। সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। এদিকে টাটা গ্রুপের অধিকাংশ কোম্পানির শেয়ার বিপুল পতন হয়েছে। নোয়েল টাটা দায়িত্ব নেওয়ার পর থেকেই এই পতন শুরু হয়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তবে এর সঙ্গে আইনি পরামর্শের কোনও সম্পর্ক নেই।
advertisement
advertisement