বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘জয়েন্ট এমএসসি-পিএইচডি’ নামক এই প্রোগ্রামে চলতি বছরের জন্য পড়ুয়াদের ভরতি প্রক্রিয়া শুরু হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ প্রোগ্রামের জন্য। জানা গিয়েছে, দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কেমিক্যাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিষয়ের উপর এই জয়েন্ট এমএসসি-পিএইচডি প্রোগ্রামটি করানো হবে। পড়ুয়ারা উভয় প্রতিষ্ঠানেই পিএইচডি কোর্স ওয়ার্ক করার সুযোগ পাবেন। স্নাতকোত্তর বা এমএসসি-তে প্রতিষ্ঠান নির্ধারিত সিজিপিএ থাকলে পড়ুয়াদের সরাসরি পিএইচডি করার সুযোগ মিলবে। থাকবে ফেলোশিপের ব্যবস্থাও। শুধু তাই নয় দুটি প্রতিষ্ঠান থেকেও মিলবে থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ভরতির জন্য পড়ুয়াদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এরপর জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় বা রসায়নে স্নাতক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (জ্যাম)-এ বায়োটেকনোলজি বা কেমিস্ট্রিতে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত আবেদনকারী ও শিক্ষার্থীর জন্য আবেদনের আলাদা মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন : ৫ ডালের পঞ্চবাণ! ভাতের পাশে ১ বাটি রাখলেই কমবে ওজন! কর্পূরের মতো উবে যাবে চর্বি! ছুটে পালাবে বদহজম
চলতি বছরে জ্যাম পরীক্ষায় বায়োটেকনোলজি বা রসায়ন বিষয়ে পড়ুয়াদের র্যাঙ্কের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভরতির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
আবেদন প্রক্রিয়া আগামী ১২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ২০ জুন। বিশদে জানতে উভয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে। আবেদন জানানোর লিঙ্ক: (https://erp.iitkgp.ac.in/IITKGPApplications/index?admiss_ch=28).