বর্তমানে দেশের অন্তত ১৫টি IIM আন্ডারগ্র্যাজুয়েট অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অফার করছে। এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (IPM), BBA, BMS, BSc এবং বিভিন্ন বিশেষায়িত ডিগ্রি কোর্স। অধিকাংশ ক্ষেত্রেই এই প্রোগ্রামগুলির মাধ্যমে ভবিষ্যতে পোস্টগ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট শিক্ষায় অগ্রসর হওয়ার সুযোগ থাকছে।
আরও পড়ুনঃ ঝকঝকে চা ছাঁকনি! সহজ ঘরোয়া উপায়ে নতুনের মতো পরিষ্কার
advertisement
IIM অমৃতসর, বোধগয়া, ইন্দোর, জম্মু, রাঁচি, রোহতক, শিলং এবং সিরমৌরে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (IPM) চালু রয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠানে তিন বছর পর BBA নিয়ে বেরিয়ে যাওয়ার এক্সিট অপশনও রয়েছে।
IIM বেঙ্গালুরু চালু করেছে ডিজিটাল বিজনেস ও এন্টারপ্রেনারশিপে BBA এবং ইকোনমিক্স ও ডেটা সায়েন্সে BSc (অনার্স) কোর্স। IIM কোঝিকোড়ে রয়েছে ব্যাচেলর অব ম্যানেজমেন্ট স্টাডিজ (BMS) (অনার্স উইথ রিসার্চ)।
২০২৬ সাল থেকে নতুন করে একাধিক কোর্স শুরু করার ঘোষণা করেছে কয়েকটি IIM। IIM লখনউ চালু করবে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স ও ইকোনমিক্সে ব্যাচেলর অব সায়েন্স (BS)। একই বছরে পুনে ক্যাম্পাসে IIM মুম্বাই চালু করবে ডিজিটাল সায়েন্সেস অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টে BS কোর্স। IIM উদয়পুর অনলাইনে দ্বিভাষিক (ইংরেজি ও হিন্দি) BBA প্রোগ্রাম চালু করার কথা জানিয়েছে।
শিক্ষাবিদদের মতে, পোস্টগ্র্যাজুয়েট স্তরের গণ্ডি পেরিয়ে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে IIM-গুলির এই সম্প্রসারণ ভারতের ম্যানেজমেন্ট শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। পড়ুয়ারা খুব আগেই নিজেদের ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয় নির্বাচন করার সুযোগ পাচ্ছে।
তবে আবেদন করার আগে প্রার্থীদের সংশ্লিষ্ট IIM-এর যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষা, পাঠক্রমের কাঠামো, এক্সিট অপশন এবং ক্যাম্পাসভিত্তিক নিয়মাবলি ভালোভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
