TRENDING:

Success Story: শৈশবেই দৃষ্টিহীন, সব শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই তরুণী আজ আইএএস অফিসার

Last Updated:

Success Story: শৈশবে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ কিন্তু হারিয়ে ফেলেননি স্বপ্ন দেখার অভ্যাস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: চোখের অন্ধকার কোনওদিন মনের দৃঢ়তাকে মুছে দিতে পারে না৷ সে কথাই নতুন করে প্রমাণ করলেন প্রাঞ্জল পাটিল৷ শৈশবে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ কিন্তু হারিয়ে ফেলেননি স্বপ্ন দেখার অভ্যাস৷ সেই অভ্যাস ও মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার৷
মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার
মানসিক দৃঢ়তার জোরেই আজ তিনি আইএএস অফিসার
advertisement

দাদারের কমলা মেহতা স্কুল ফর ব্লাইন্ডে শুরু পড়াশোনা৷ তার পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক৷ পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন৷ তার পর পিএইচডি এবং এমফিল সম্পূর্ণ করেন৷ শিক্ষকতার পেশায় না গিয়ে তিনি ঠিক করেন প্রশাসনিক পদে থাকবেন৷ পুরোদমে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি৷ প্রথম বার পরীক্ষায় বসেন ২০১৬ সালে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৪৪৷ পরের বছর ফের প্রচেষ্টা৷ এ বার ভাল ফল হয়৷ সর্বভারতীয় মেধাতালিকায় প্রাঞ্জলের স্থান হয় ১২৪৷

advertisement

আরও পড়ুন : কসুরি মেথি ঠিক কী? এই মশলা খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

২০১৮ সালে প্রাঞ্জল কেরলের এর্নাকুলামের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিযুক্ত হন৷ বর্তমানে তিনি কেরলের তিরুঅনন্তপুরমের জেলাশাসক হিসেবে কর্মরত৷ এই স্বপ্নপূরণের জন্য কোনওদিন বিশেষ কোচিং ক্লাসের সাহায্য নেননি তিনি৷ তাঁর পাশে ছিল বিশেষ সফ্টওয়্যার৷ যার সাহায্যে পাঠ্যবই তাঁর কাছে জোরে জোরে পাঠ করে দেওয়া হত৷ এভাবেই শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর অদম্য মনোববের কাছে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: শৈশবেই দৃষ্টিহীন, সব শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই তরুণী আজ আইএএস অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল