দাদারের কমলা মেহতা স্কুল ফর ব্লাইন্ডে শুরু পড়াশোনা৷ তার পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক৷ পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন৷ তার পর পিএইচডি এবং এমফিল সম্পূর্ণ করেন৷ শিক্ষকতার পেশায় না গিয়ে তিনি ঠিক করেন প্রশাসনিক পদে থাকবেন৷ পুরোদমে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি৷ প্রথম বার পরীক্ষায় বসেন ২০১৬ সালে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৪৪৷ পরের বছর ফের প্রচেষ্টা৷ এ বার ভাল ফল হয়৷ সর্বভারতীয় মেধাতালিকায় প্রাঞ্জলের স্থান হয় ১২৪৷
advertisement
আরও পড়ুন : কসুরি মেথি ঠিক কী? এই মশলা খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? জানুন
২০১৮ সালে প্রাঞ্জল কেরলের এর্নাকুলামের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিযুক্ত হন৷ বর্তমানে তিনি কেরলের তিরুঅনন্তপুরমের জেলাশাসক হিসেবে কর্মরত৷ এই স্বপ্নপূরণের জন্য কোনওদিন বিশেষ কোচিং ক্লাসের সাহায্য নেননি তিনি৷ তাঁর পাশে ছিল বিশেষ সফ্টওয়্যার৷ যার সাহায্যে পাঠ্যবই তাঁর কাছে জোরে জোরে পাঠ করে দেওয়া হত৷ এভাবেই শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর অদম্য মনোববের কাছে৷