হাসনাবাদের খরমপুরের বাসিন্দা হুমায়ুন ফিরোজ বসিরহাটের এমবিএস নেওরা হাই স্কুলে শিক্ষকতা করতেন। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়। এরপর তিনি ও অন্যান্য চাকরি হারানোরা দীর্ঘ আন্দোলন করেছেন, আদালতের দ্বারস্থও হয়েছেন। আদালত নির্দেশ দেয় অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে। সেই তালিকায় হুমায়ুন ফিরোজের নাম নেই। অর্থাৎ তিনি যোগ্য প্রার্থী।
advertisement
আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা! নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য!
তবুও আবার নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য তাঁকে এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে। আজ বসিরহাটের স্যার রাজেন্দ্র কুমার হাই স্কুলে তাঁর পরীক্ষা।
তাঁর কথায়, প্রস্তুতির সময় পাননি একেবারেই। ইচ্ছা না থাকলেও দিনরাত জেগে পড়াশোনা করতে হয়েছে। দশ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তবুও সময়ের চাপে ও পরিস্থিতির কারণে তাঁকে আবারও এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে। ফলে তাঁর গলায় ভর করেছে হতাশা ও বিষাদের সুর।