TRENDING:

যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের 

Last Updated:

হুমায়ুন ফিরোজ, যোগ্য প্রার্থী হয়েও চাকরি হারিয়ে আন্দোলনের পর আবারও এসএসসি পরীক্ষায় বসতে বাধ্য হয়েছেন, গলায় হতাশা ও বিষাদের সুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ , অনুপম সাহাঃ যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও আজ এসএসসি পরীক্ষায় বসতে হয়েছে চাকরি হারানো আন্দোলনের অন্যতম মুখ হুমায়ুন ফিরোজকে। গলায় তাই চাপা আক্ষেপের সুর।
News18
News18
advertisement

হাসনাবাদের খরমপুরের বাসিন্দা হুমায়ুন ফিরোজ বসিরহাটের এমবিএস নেওরা হাই স্কুলে শিক্ষকতা করতেন। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়। এরপর তিনি ও অন্যান্য চাকরি হারানোরা দীর্ঘ আন্দোলন করেছেন, আদালতের দ্বারস্থও হয়েছেন। আদালত নির্দেশ দেয় অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে। সেই তালিকায় হুমায়ুন ফিরোজের নাম নেই। অর্থাৎ তিনি যোগ্য প্রার্থী।

৩ লাখের বেশি SSC পরীক্ষার্থী! প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে! চালু কন্ট্রোল রুম, সমস্যায় পড়লে কত ডায়াল করবেন?

advertisement

আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা!  নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য! 

তবুও আবার নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য তাঁকে এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে। আজ বসিরহাটের স্যার রাজেন্দ্র কুমার হাই স্কুলে তাঁর পরীক্ষা।

তাঁর কথায়, প্রস্তুতির সময় পাননি একেবারেই। ইচ্ছা না থাকলেও দিনরাত জেগে পড়াশোনা করতে হয়েছে। দশ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। তবুও সময়ের চাপে ও পরিস্থিতির কারণে তাঁকে আবারও এসএসসি পরীক্ষায় বসতে হচ্ছে। ফলে তাঁর গলায় ভর করেছে হতাশা ও বিষাদের সুর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
যোগ্য প্রার্থী হয়েও আবার এসএসসি পরীক্ষায় বসতে হবে! আক্ষেপ আন্দোলনকারী শিক্ষক হুমায়ুন ফিরোজের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল