চলতি বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হয় ওএমআর শিটে। এবার এক মাস ৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে প্রথম পর্বের ফল। আজ বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ শুক্রবার দুপুর ১২.৩০ নাগাদ করা হবে। দুপুর ২ টো থেকে সংসদের ওয়েবসাইট-এ জানা যাবে ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
এবারে পরীক্ষার্থীরা কোনও মার্কশিটের কপি পাবেন না। তার বদলে অনলাইনে যে ফলাফল জানতে পারবেন সেখানেই বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, মোট পারসেন্টাল, বিষয় ভিত্তিক পার্সেন্টাল বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। সংসদ বলছে এবার পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩। ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ছাত্র ২ লক্ষ ৯০ হাজার ৪০৭ জন। ছাত্রী ৩ লক্ষ ৬৯ হাজার ৯৩৫ জন। পরীক্ষা দেয়নি ১.৫৮ শতাংশ মানুষ। সব মিলিয়ে অনুপস্থিত ১০ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে। এই দুই সেমিস্টারের প্রাপ্ত নম্বরের যোগ ফলের ভিত্তিতেই পাশ ও ফেল নির্ধারিত হবে। তবে তৃতীয় সেমিস্টারে কারও ফল খারাপ হলে সেই পরীক্ষার্থীর জন্য চতুর্থ সেমিস্টারে ভাল করার সুযোগ থাকছে।

