TRENDING:

WB HS Result 2022: সব সময় বই নিয়ে বসে থাকতে পারি না, উচ্চ মাধ্যমিকের প্রথম অদিশা জানাল স্বপ্নের কথা

Last Updated:

WB HS Result 2022: বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুক্রবার প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯০.১৯ শতাংশ আর মেয়েদের মধ্যে পাশের হার ৮৬.৯৮ শতাংশ। পূর্ব মেদিনীপুর,পশ্চিম, মেদিনীপুর, সহ সাত টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৭৮.১৬ পার্সেন্ট পরীক্ষার্থী। বেলা ১২টা থেকেই নিউজ 18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন ফল ঘোষণা করেন। সঙ্গে প্রকাশ করেন মেধাতালিকাও। সেই মেধাতালিকা অনুযায়ী, প্রথম দশ মেধাতালিকায় রয়েছে ২৭২ জন পরীক্ষার্থী। প্রথম দশের মধ্যে রয়েছেন ১৪৪ ছেলে, ১২৭ জন মেয়ে পরীক্ষার্থী। এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে অদিশা দেবশর্মা। সে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া। অদিশা পেয়েছে ৪৯৮ অর্থাৎ ৯৯.৬৯ শতাংশ।
অদিশা দেবশর্মা
অদিশা দেবশর্মা
advertisement

ফলপ্রকাশের পরই অদিশার কাছে পৌঁছে যায় নিউজ 18 বাংলা। সেখানেই অদিশা বলেন, ''বাবা-মা সবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। আমি খুব যে বেশি সময় পড়েছি, তা নয়। সারাদিন বই নিয়ে বসে থাকতে ভালো লাগে না। আজ মজা করব সবার সঙ্গে। শিবের পুজো করেছি। প্রথম খবর শোনার পর কেঁদে দিয়েছিলাম। টিচাররা সবাই সাহায্য করেছে। অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই। নাচ করতে খুব ভালোবাসি। আবৃত্তিও করি।''

advertisement

আরও পড়ুন: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ

এ বছর উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে সায়নদেব সামন্ত। সে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী হাইস্কুলের পড়ুয়া। একক ভাবে দ্বিতীয় হয়েছে সে। তৃতীয় স্থানে রয়েছে চার জন। তারা সকলে পেয়েছে ৪৯৬ পেয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রথম দশে ২৭২ জন! সবার সেরা দিনহাটার আদিশা, জানুন বিস্তারিত...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2022) করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকাও ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ''৫৬ টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এবার। Jee মেন-এর জন্য তিনবার সূচি পরিবর্তন করতে হয়েছে। তার জন্য আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কোথাও ইন্টারনেট বন্ধ ছিল না। ছাত্রীদের সংখ্য়া ছাত্রদের তুলনায় ৬৫৪৮৬ বেশি।''

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2022: সব সময় বই নিয়ে বসে থাকতে পারি না, উচ্চ মাধ্যমিকের প্রথম অদিশা জানাল স্বপ্নের কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল