আরও পড়ুনঃ ইন্টারপোলের নজরদারিতে থাইল্যান্ডে আটক লুথরা ব্রাদার্স, দ্রুত ভারতে আনার প্রস্তুতি
চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাকেট হবে সাদা, তৃতীয় সেমিস্টারের হলুদ, আর উচ্চ মাধ্যমিকে পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীদের জন্য পাঠানো হবে নীল রঙের প্যাকেট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, এ বার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের শুধু অনলাইন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। শিক্ষা সংসদ স্কুলগুলিকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠাবে। স্কুলগুলি সেই লিঙ্ক ডাউনলোড করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেবে।
advertisement
এছাড়াও এবার থেকে পরীক্ষার্থীদের ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে পরীক্ষার আগে ওএমআর শিট পূরণ ও রিডিং টাইম-এর জন্য। চতুর্থ সেমিস্টারের উত্তর লিখতে হবে শিক্ষা সংসদের দেওয়া ২৪ পাতার মধ্যেই। শিক্ষা সংসদের পক্ষ থেকে কোনও অতিরিক্ত পাতা দেওয়া হবে না। গতকালই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইন মেনেই স্কুলে স্কুলে পরীক্ষা নিতে হবে বলেই সংসদ নির্দেশ দিয়েছে।
