আয় আর একটি বারআয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়…
তেমনই কলকাতার অন্যতম প্রাচীন স্কুলগুলির একটি হিন্দু স্কুলে হয়ে গেল প্রাক্তনীদের বার্ষিক অনুষ্ঠান। ২৮ জুন, ২০২৫ শনিবার ‘হিন্দু স্কুল প্রাক্তনী ৭৩’-এর পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের উপস্থিতিতে এক দারুণ স্মরণীয় মুহূর্ত তৈরি হয়ে থাকল এই অনুষ্ঠান।
advertisement
হিন্দু স্কুলের প্রাক্তনী ৭৩-এর পক্ষ থেকে জানানো হয়, ২০২৩-এ স্কুল ছাড়ার পঞ্চাশ বছর পূর্ণ করার পর ১৫ বছর আগে ফের স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই এই অর্থবহ উদ্যোগের যাত্রাশুরু। যে স্কুল জীবনকে তৈরি করে দিয়েছে, সেই স্কুলকে কিছু ফিরিয়ে দিতেই এই অনুষ্ঠান ও উদ্যোগ বলে জানিয়েছেন প্রাক্তনী ৭৩-এর সদস্যরা।
পুরানো সেই দিনের কথাভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়…
স্কুলের বন্ধুত্বের কালজয়ী বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যেতে চান প্রাক্তনী ৭৩-এর সদস্যরা। স্কুল ছাড়ার সুবর্ণজয়ন্তীতে তাঁদের বাসনা, আগামী প্রজন্মের প্রাক্তনীরা যেন ভালবাসা ও নিষ্ঠার সঙ্গে এই উত্তরাধিকার বহন করে নিয়ে যায়।