TRENDING:

Hindu School Kolkata: পুরানো সেই দিনের কথা... হিন্দু স্কুলের বন্ধুত্বের কালজয়ী বন্ধন, প্রাক্তনী ৭৩-এর অনন্য উপহার

Last Updated:

Hindu School Kolkata: কলকাতার অন্যতম প্রাচীন স্কুলগুলির একটি হিন্দু স্কুলে হয়ে গেল প্রাক্তনীদের বার্ষিক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুলজীবনের কথা মনে পড়লেই আমরা সবাই কেমন যেন হারিয়ে যাই। পড়া-খেলা-আড্ডা-হুল্লোড়-শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সেই জীবনটা যেন সবচেয়ে সুন্দর ছিল বলেই মনে হয়। স্কুল প্রতিটা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই বার বার স্কুলের কথা, স্কুলের বন্ধু-শিক্ষকদের কথা মনে পড়লেই নস্ট্যালজিয়া ঘিরে ধরে।
প্রাক্তনী ৭৩-এর অনুষ্ঠান
প্রাক্তনী ৭৩-এর অনুষ্ঠান
advertisement

আয় আর একটি বার

আয়রে সখা প্রাণের মাঝে আয়

মোরা সুখের দুখের কথা কব

প্রাণ জুড়াবে তায়…

তেমনই কলকাতার অন্যতম প্রাচীন স্কুলগুলির একটি হিন্দু স্কুলে হয়ে গেল প্রাক্তনীদের বার্ষিক অনুষ্ঠান। ২৮ জুন, ২০২৫ শনিবার ‘হিন্দু স্কুল প্রাক্তনী ৭৩’-এর পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের উপস্থিতিতে এক দারুণ স্মরণীয় মুহূর্ত তৈরি হয়ে থাকল এই অনুষ্ঠান।

advertisement

advertisement

হিন্দু স্কুলের প্রাক্তনী ৭৩-এর পক্ষ থেকে জানানো হয়, ২০২৩-এ স্কুল ছাড়ার পঞ্চাশ বছর পূর্ণ করার পর ১৫ বছর আগে ফের স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই এই অর্থবহ উদ্যোগের যাত্রাশুরু। যে স্কুল জীবনকে তৈরি করে দিয়েছে, সেই স্কুলকে কিছু ফিরিয়ে দিতেই এই অনুষ্ঠান ও উদ্যোগ বলে জানিয়েছেন প্রাক্তনী ৭৩-এর সদস্যরা।

advertisement

পুরানো সেই দিনের কথা

ভুলবি কিরে হায়

ও সেই চোখের দেখা প্রাণের কথা

সে কি ভোলা যায়…

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মানুষ-হাতির সহাবস্থানের বার্তা! শিক্ষণীয় থিমে নজর কাড়ছে ঝাড়গ্রামের কালীপুজো
আরও দেখুন

স্কুলের বন্ধুত্বের কালজয়ী বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যেতে চান প্রাক্তনী ৭৩-এর সদস্যরা। স্কুল ছাড়ার সুবর্ণজয়ন্তীতে তাঁদের বাসনা, আগামী প্রজন্মের প্রাক্তনীরা যেন ভালবাসা ও নিষ্ঠার সঙ্গে এই উত্তরাধিকার বহন করে নিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Hindu School Kolkata: পুরানো সেই দিনের কথা... হিন্দু স্কুলের বন্ধুত্বের কালজয়ী বন্ধন, প্রাক্তনী ৭৩-এর অনন্য উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল