দুই ছাত্রের এই অনবদ্য ফলাফলে বর্তমানে খুশির জোয়ার নামখানা ব্লক জুড়ে। ইতিমধ্যেই এই দুই ছাত্রকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সংবর্ধনা জানানো হয়েছে নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এর সঙ্গে অনেকেই মিষ্টি ও ফুল নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসছেন।
advertisement
নামখানার প্রত্যন্ত এলাকার দুঃস্থ পরিবারের দুই ছাত্র স্কুলের শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্যের শিখরে পৌঁছেছে বলে তারা জানিয়েছেন। ষষ্ঠ স্থানাধিকারী তমালকান্তি দাস জানিয়েছে ফিজিক্স নিয়ে আগামী দিনে সে পড়াশোনা করতে চায়। ভবিষ্যতে প্রফেসর হওয়ার ইচ্ছা রয়েছে তার।
আরও পড়ুন : মোটা বেতনের কর্পোরেট চাকরি ছেড়ে পড়াশোনা, ৩ বছরের প্রচেষ্টায় ইউপিএসসি-তে প্রথম ঈশিতা
অপরদিকে নবম স্থান অধিকারী পবিত্র মাইতি জানিয়েছে বাবা মার অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় তার এই সফলতা। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায় সে। এখনও মার্কশিট হাতে পেতে ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।ততদিন পর্যন্ত তাদের ঘিরেই চলবে এই আনন্দ উৎসব ।