এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে তল্লাশি করার নজিরবিহীন পদক্ষেপ সংসদের। মূলত ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ করছে নাকি তা নিশ্চিত করতেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ঘটনা ঘটলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০ দফা গাইডলাইন পরীক্ষা কেন্দ্রগুলিকে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
আরও পড়ুন: জিতে গেল রাম-বাম 'জোট', ধরাশায়ী তৃণমূল! পূর্ব মেদিনীপুরে ফের সেই নন্দকুমার মডেল
আরও পড়ুন: ভারতেই রয়েছে এমন এক নদী, যার জল ছুঁতেও ভয় পায় মানুষ! কোথায় সেই নদী, কী সেই ঘটনা?
এ বারের উচ্চ-মাধ্যমিকে তার মানে প্রতিবারের মতো হচ্ছে না৷ এ বার থাকছে আরও আঁটোসাঁটো নিরাপত্তা৷ মাধ্যমিক পরীক্ষাও কড়া নিরাপত্তার মধ্যেই আয়োজন করা হয়েছিল৷ এ বারের মতো মাধ্যমিক হয়েছে নিরাপদেই৷ কোনওরকম বাধা-বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা৷ এ বারে উচ্চ-মাধ্যমিকের ক্ষেত্রেও সেই পারফর্মেন্স ধরে রাখতে চাইছে প্রশাসন৷
Somraj Banerjee