ইতিমধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে হতে আর বেশি সময় লাগবে না বলেই মনে করছে সংসদ।
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
আরও পড়ুন: স্কুলের বিদায়বেলার স্মৃতিতে ভাসল পড়ুয়ারা! অনাবিল আনন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন…
advertisement
অন্যান্য বারের তুলনায় কম সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ চলতি বছরে হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের চিন্তাভাবনা সংসদের। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সেই বিষয়ে সংসদের আধিকারিকদের দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ সভাপতি।
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।