TRENDING:

Calcutta University Exam Controversy: টিএমসিপি-র সমাবেশের জন্য পিছিয়ে দিতে হবে পরীক্ষা? কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর

Last Updated:

প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমমাবেশের আয়োজন করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ তাই পূর্ব নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর৷ অনুরোধ বলে চিঠি দেওয়া হলেও আসলে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা না পিছনোর বিষয়েই অনড় রয়েছেন বলে খবর৷ এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দফতর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রীতিমতো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের জন্য বাতিল হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা?
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের জন্য বাতিল হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা?
advertisement

প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমমাবেশের আয়োজন করা হয়৷ সেই সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ এ বছরও সেই সমাবেশ হওয়ার কথ৷

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২৮ অগাস্ট বি কম এবং আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে৷ উচ্চশিক্ষা দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৮ অগাস্ট যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, বিভিন্ন মহল থেকে তাদের কাছে সেই অনুরোধ এসেছে৷ সেই কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

যদিও উচ্চশিক্ষা দফতরের চিঠি পাওয়ার পরেও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে উচ্চশিক্ষা দফতরের অনুরোধ মেনে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের জন্য পরীক্ষা আদৌ বাতিল করা হবে নাকি আইনি পথে হাঁটবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Calcutta University Exam Controversy: টিএমসিপি-র সমাবেশের জন্য পিছিয়ে দিতে হবে পরীক্ষা? কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল