ইংরেজি এবং এডুকেশনে স্নাতকোত্তর পাশ করে এডুকেশনে বি.এড এবং পিএইচডি করেছেন ড. চন্দন মিশ্র। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল থেকে পড়াশোনা সেরে স্কটিশ চার্চ কলেজে স্নাতক স্তরের পড়াশোনা করেন চন্দন মিশ্র। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ধাপ।
আরও পড়ুন: যাদবপুরে ভুয়ো সেনা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! একজনকে আটক পুলিশের
advertisement
চাকরি জীবনে তিনটি স্কুলে হাজার হাজার পড়ুয়াকে দিনের পর দিন স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেছেন চন্দন মিশ্র। ২০০১ সাল থেকে মোট ২২ বছরের শিক্ষকতার এই জীবনে ছাত্রছাত্রীদের অগাধ ভালবাসা পেয়েছেন। নিউজ18 বাংলাকে চন্দন মিশ্র বললেন, ‘‘অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াই মূলত। তাদের প্রতিদিন এটাই বোঝাতে চাই, অর্থনৈতিক বঞ্চনা শিকার হওয়ার পরও যেন তাঁরা স্বপ্নপূরণ করতে পিছপা না হয়। মানুষ হিসেবে পরিণত হওয়ার শিক্ষাও দিই আমার ছাত্রছাত্রীদের। শূন্য থেকে শুরু করে স্কুলটিকে দাঁড় করিয়েছি। পড়ুয়ার সংখ্যা বেড়েছে আমাদের স্কুলে। স্কুলের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।’’
এই প্রথম পুরস্কার গ্রহণ করছেন না, এর আগে চন্দন মিশ্র পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন। তা ছাড়া রাষ্ট্রসংঘের তরফে ‘এক্সেমপ্লারি গ্লোবাল কো অর্ডিনেটর’ উপাধি অর্জন করেছেন তিনি।
দেশের ৫০ জনের মধ্যে এই রাজ্যের একজন শিক্ষক নির্বাচিত হলেন। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মোট ছ’জন শিক্ষকের নাম পাঠানো হয়েছিল। তিনটি পর্যায়ের মাধ্যমে নির্বাচন করা হয় জাতীয় শিক্ষক সম্মান দেওয়ার জন্য। সেখানেই হাওড়া জেলার এই শিক্ষক জায়গা করে নিলেন। অনেক রাজ্য এই তালিকায় এই বছর জায়গা নিতে পারেনি।
