TRENDING:

HAL Recruitment 2022: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড

Last Updated:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক পদে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড স্কুলে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে https://career.halec.co.in. গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)
পদের নাম শিক্ষক
শূন্যপদের সংখ্যা  ২১
কাজের স্থান বেঙ্গালুরু
কাজের ধরন চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু কিছু জানানো হয়নি
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন কিছু জানানো হয়নি

advertisement

HAL Recruitment 2022: বিশেষ ঘোষণা

শিক্ষক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

বেঙ্গালুরুর এইচএএল স্কুলে মোট ২১টি শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে। আবেদনকারীদের পদের জন্য আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

যে কোনও প্রশ্নের জন্য (HAL) স্কুলের সঙ্গে এই 080-25235014, 080-252210735 এবং 080-25236066 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: প্রথম দিনেই দারুণ সাড়া, পাড়ায় শিক্ষালয়ে অংশ নিল কত পড়ুয়া?

আরও বিস্তারিত জানার জন্য, আবেদনকারীদের HAL-এর অফিসিয়াল ওয়েবসাইট - http://halec.co.in দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

HAL Recruitment 2022: আবেদনের যোগ্যতা

শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের ইংরেজিতে কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে। লিখিত পরীক্ষার সময়, সমস্ত আবেদনকারীদের সাধারণ ইংরেজির পাশাপাশি তাঁরা যে বিষয়ের জন্য আবেদন করেছেন তার উপর মূল্যায়ন করা হবে।

advertisement

পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের TGT পদগুলির জন্য মধ্য ও উচ্চ বিদ্যালয় স্তরে (৬ থেকে ১০) পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি ৯ম এবং ১০ম শ্রেণীতে পাঠদানের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে। PRT পদের জন্য আবেদনকারীদের প্রাথমিক স্তরে ১ম থেকে ৫ম শ্রেণীতে পাঠদানের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নার্সারি পোস্টের জন্য, ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: লক্ষ লক্ষ যুবকের আশায় জল ঢেলে স্থগিত হল ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ প্রক্রিয়া

HAL Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

প্রার্থীদের একটি ডেমো এবং ইন্টারভিউ রাউন্ড অনুসরণ করে লিখিত পরীক্ষার ভিত্তিতে বাছাই করা হবে। যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের ডেমো এবং ইন্টারভিউ রাউন্ডের তারিখ, সময় এবং স্থান সম্পর্কে ইমেল/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HAL Recruitment 2022: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল