পাশাপাশি ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। ৩১শে জুলাই এর মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১লা আগস্ট থেকে ক্লাস শুরু করতে হবে। নির্দেশিকায় এমনটাই জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি প্রক্রিয়া করবে মূলত তা নিয়ে এদিন ৭ দফা এডভাইজারি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, মেধার ভিত্তিতেই ছাত্র ভর্তি করা হবে। কোনও ছাত্র বা ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাস নেওয়ার জন্য টাকা নেওয়া যাবে না। যাঁরা যাঁরা যোগ্য প্রার্থী হবেন, তাঁদেরকে ইমেইল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
advertisement
নতুন শিক্ষা নীতি অনুযায়ী এ বছর স্নাতক স্তর চলবে ৪ বছর। কিন্তু স্নাতক ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করা যায়নি, তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালাবে। নির্দেশিকায় এমনটাই জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।
আরও পড়ুন, চিকেন খেতে খুব ভালবাসেন? সাবধান হয়ে যান এখনই, কঠিন এই রোগ নিয়ে জারি সতর্কতা
আরও পড়ুন, নন্দীগ্রামে অভিষেকের পদযাত্রা, উচ্ছ্বসিত মমতা! ২১-এর হার নিয়ে চমকে ওঠা দাবি
প্রসঙ্গত, কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয়েছে পড়ুয়াদের। কলেজে কলেজে ভর্তির জন্য প্রস্তূত রয়েছেন পড়ুয়ারা। তাই আর এক মাস পর থেকেই কলেজে কলেজে গ্রাজুয়েশন স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।