বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক গৌতম চন্দকে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক তপন চক্রবর্তীকে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবব্রত বসুকে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে।
advertisement
এদের মধ্য কয়েকজনকে আজই নিয়োগপত্র দেওয়া হবে বলে রাজ ভবন সূত্রে খবর। রাজ্যপাল কয়েকদিন আগেই জানিয়েছিলেন, যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেখানে তিনি নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন৷ এখনও রাজ্যের দশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন অবস্থায় থাকল৷
সাধারণত রাজ্য সরকারের পক্ষ থেকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য উপাচার্যদের নাম সুপারিশ করাটাই রীতি৷ কিন্তু বর্তমান রাজ্যপালের আমলেও উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপাল সহমত হতে পারছেন না৷ যা নিেয় দু পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে৷