FACT Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই fact.co.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
FACT Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৮১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কোথায় এবং কী ভাবে আবেদন করবেন?
FACT Apprentice Recruitment 2021: শূন্যপদ বিস্তারিত বিবরণ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২৪টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ৫৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ফার্টিলাইজারস এবং কেমিক্যাল ট্রাভানকোর লিমিটেড (Fertilisers and Chemicals Travancore Limited) |
পদের নাম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৮১ |
কাজের স্থান | সাউদার্ন রিজন |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | নির্বাচনী পরীক্ষা, গ্র্যাজুয়েট এবং অন্যান্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে নির্বাচন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ডিপ্লোমা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৮.১২.২০২১ |
FACT Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (বি.টেক/ বিই ইউজিসি/ এআইসিটিই) থাকতে হবে।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: নির্দিষ্ট শাখায় ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
আরও পড়ুন- বিদ্যুৎ বিভাগে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত.
FACT Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা, গ্র্যাজুয়েট এবং অন্যান্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
FACT Apprentice Recruitment 2021: বিশেষ ঘোষণা
গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসে আবেদন করতে প্রার্থীদের বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের (Board of Apprenticeship Training) অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। সাউদার্ন রিজনে রেজিস্ট্রার্ড কেরলের প্রার্থীরাই উল্লিখিত পদে আবেদনের যোগ্য।
https://fact.co.in//images/upload/Dip-&-Gra-Adv-Eng-2022_906.pdf - প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করে দেখতে পারেন।