এ ছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গরমের ছুটি যাতে কার্যকর করা হয়, সেই মর্মে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতেও চিঠি দিল রাজ্য সরকার৷ দু’টি বোর্ডকেই রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের তরফ থেকে অনুরোধ করা হয়েছে এই ছুটি নিয়ে৷
আরও পড়ুন - গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভয়ানক তাপপ্রবাহের সতর্কতা! ১৩-১৭ তারিখ নিয়ে চরম সতর্কতা
advertisement
আরও পড়ুন - 'অভিষেক-কুন্তলকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই-ইডি', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড়
তীব্র গরম৷ রাজ্যজুড়ে জারি হয়েছে দাবদাহের সতর্কতা৷ এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ এবার ২ মে থেকে ছুটি পড়ে যাবে প্রত্যেক সরকারি স্কুলে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর৷ আগের নির্দেশ অনুযায়ী, মে মাসের চতুর্থ সপ্তাহ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল৷
কিন্তু, সাম্প্রতিক সময়ে আবহাওয়া প্রতিকূল হয়ে পড়ায় ছাত্রছাত্রী ও খুদে পড়ুয়াদের কথা ভেবেই ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, এ-ও জানানো হয়েছে, এর মধ্যে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে ফের স্কুল খুলে দেওয়া হবে৷ পঠনপাঠনে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয়, সেই বিষয়েও নজর রাখা হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর৷
ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ, তার সঙ্গে চলছে তাপপ্রবাহ, গরমে নাজেহাল অবস্থা কচিকাঁচাদের৷ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে ৪২-এর পথে এগোতে চলেছে তাপমাত্রা৷ সঙ্গে শুকনো গরম হাওয়া৷ আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায়, এমনকি, উত্তরবঙ্গের তিন জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ বাধ্য হয়ে স্কুলের পঠনপাঠন সকালের দিকে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান, মালদহের মতো জেলা প্রশাসন৷ একাধিক জেলায় স্কুলের সময়সূচিতেও বদল আনা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে৷