মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্যই ভর্তি নেওয়া হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং– তিনটি বিভাগ মিলিয়ে মোট ১৬২টি আসন রয়েছে। কোর্সের মেয়াদ পাঁচ বছর।
এতে মোট ১০টি সেমেস্টার রয়েছে। অফলাইনে কোর্সের ক্লাসের আয়োজন করা হবে সোম থেকে শুক্র সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ফিল্ড ওয়ার্ক বা অ্যাকাডেমিক ট্যুরের আয়োজন করা হবে রবিবার করে।
advertisement
আরও পড়ুন: NIRF র্যাঙ্কিং অনুসারে ভারতের শীর্ষ ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো? সামনে এল তালিকা, দেখে নিন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে এখানে আবেদন করা যাবে। এছাড়া, কমপক্ষে এক বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। কোর্সে আবেদনের জন্য বর্তমানে প্রার্থীদের কোনও সংস্থাতেও কর্মরত হতে হবে। তবে এই যোগ্যতা থাকলেও ভর্তি হতে গেলে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওএমআর পাতায় পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে আগামী ১৩ অগাস্ট দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত। কোর্সমূল্য ৩৮৬০টাকা।
আবেদন করবেন কী ভাবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ১ অগাস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।