TRENDING:

WB HS Results 2021- Topper : দাদুর স্বপ্ন সফল করে উচ্চ মাধ্যমিকে প্রথম কান্দির রুমানা সুলতানা! ৫০০-তে নম্বর ৪৯৯!

Last Updated:

WB HS Results 2021- Topper : WB HS Result 2021: উচ্চ মাধ্যমিক 2021*, West Bengal HS Result 2021, WBCHSE Board Class 12 Result 2021, WB Board Results, উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম কান্দির রুমানা সুলতানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কান্দি : উচ্চ মাধ্যমিকে প্রথম কান্দি রাজা মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। কোভিড মহামারি পরিস্থিতিতে রাজ্যে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তবে একাদশ শ্রেণীর পরীক্ষা ও মাধ্যমিকের সবোর্চচ চারটি বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক মূল্যায়ন করা হয়। আর তাতেই রাজ্যে উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা, বিজ্ঞান বিভাগের ছাত্রী তার প্রাপ্ত নম্বর ৪৯৯।
advertisement

রুমানা সুলতানার বাড়ি কান্দি পৌরসভার অন্তর্গত ১১নং ওয়ার্ডের শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলাবিদ্যাপীঠ প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন ইংরেজি শিক্ষিকা ভরতপুর গয়েশাবাদ অচলাবিদ্যাপীঠের। ২০১৯ সালে মাধ্যমিকে রাজ্য পঞ্চম হয়েছিলেন ৬৮৭ নং পেয়েছিলেন, বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠরত, উচ্চ মাধ্যমিকে এই সাফল্য পর ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে।

রুমানা সুলতানা জানান, দিনে ৫-৬ ঘন্টা পড়াশুনো করত, কোভিড পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরিক্ষা না হওয়ার কারনে হতাশা ছিল কিন্তু ভাল ফল হবে এই আশা ছিল তার। মাধ্যমিকে পঞ্চম হওয়ার পরেই স্বপ্ন ছিল তার আরও ভাল ফল হবে ফলে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন বিগত দিনের মুল্যায়ন পরিপ্রেক্ষিতে।

advertisement

বাবা রবিউল আলম জানান, আমার মেয়ের সাফল্য দেখে আমি খুশি তবে ভবিষ্যতে বিজ্ঞানী হবে এই আশা রাখি। মা সুলতানা পারভিন ইংরেজি শিক্ষিকা তিনি জানান, আমি আমার মেয়ের এই ফলে খুবই খুশি। আজকে আনন্দিত তবে পরিক্ষা হলে বোধহয় ভাল হত। তবে প্রথম হয়েছে আমি গর্বিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দাদু কান্দি কলেজের প্রফেসর মহম্মদ সৈয়দ ডেপুটি ম্যাজিস্ট্রেট ও গোল্ড মেডেলিস্ট ছিলেন । পশ্চিমবঙ্গে ১৯৬২ সালে দ্বিতীয় হয়েছিলেন ফিলোজপি অর্নাসে ফলে দাদুর ইচ্ছা পুরন করতেই তার এই সাফল্য। রুমানা সুলতানার দিদা সালেহার বানু জানান "আমার স্বামীর ইচ্ছা ছিল আজকে আমি খুশি ও আনন্দিত। আমার স্বামীর ইচ্ছা পূরণ করেছে আমাদের নাতনি।" রুমানা সুলতানা সাফল্য খুশি কান্দির বাসিন্দারাও।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HS Results 2021- Topper : দাদুর স্বপ্ন সফল করে উচ্চ মাধ্যমিকে প্রথম কান্দির রুমানা সুলতানা! ৫০০-তে নম্বর ৪৯৯!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল