তবে ঠিক কোন কোন বিষয়ের নিরিখে একজন পড়ুয়ার গুণমান বিচার করা হবে, তা এখনও স্পষ্ট প্রকাশ করেনি বোর্ড। তবে সংবাদ সংস্থা এএনআই-কে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন ইন্টারনাস অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীন মূল্যায়ণের ভিত্তিতে দশম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। গত বছরও একই পদ্ধতি নেওয়া হয়েছিল করোনার কারণেই।
মহামারীর কারণেই সমস্ত বোর্ড পরীক্ষা ২০২০ সালে স্থগিত অথবা বাতিল করা হয়েছিল। যে পড়ুয়ারা তিনটি বিষয়ের পরীক্ষা দিয়েছিল তাদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে গড়ে নম্বর দেওয়া হয়েছিল। আবার যারা দুটি বিষয়ের পরীক্ষা দিয়েছিল তাদের মোট প্রাপ্ত নম্বরের গড় হিসেবে বাকি বিষয়ে নম্বর দেওয়া হয়েছিল। এছাড়া যারা দুটির কম বিষয়ে পরীক্ষা দিয়েছিল তাদের অভ্যন্তরীন মূল্যায়ণ ও প্র্যাক্টিকাল পরীক্ষার নম্বরের উপরেও নির্ভর করা হয়েছিল। সেই একই পদ্ধতি এবারও অনুসরণ করা হতে পারে বলেই অনুমান।
advertisement
তবে যে নম্বর দেওয়া হবে তাতে যদি কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হয়, তাকে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অন্যদিকে CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে কোভিডের কারণেই। ফের কবে এই পরীক্ষা হবে সেই বিষয়েও আগামী জুন মাসে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।