নিজের রেজাল্ট জানতে ছাত্ররা লগ ইন করো/ অভিভাবক লগ ইন করুন-https://bengali.news18.com/ ৷
এবার মাধ্যমিকে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন হচ্ছে। আজ মঙ্গলবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট স্কুলে পৌঁছে দেবে পর্ষদ। উল্লেখ্য এবার আনুষ্ঠানিক ভাবে কোনও মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত।
advertisement
মার্কশিটে সঙ্গে অ্যাডমিট কার্ডও পাবে পড়ুয়ারা। আগে করোনার কারণে পর্ষদ পরীক্ষা বাতিল করায় এই অ্যাডমিট কার্ড ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এই নতুন মূল্যাঙ্কন পদ্ধতি ঠিক কেমন হবে তা নিয়ে আগ্রহ রয়েছে সব মহলের।
Location :
First Published :
July 20, 2021 9:13 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Result 2021: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, জানা যাবে bengali.news18.com ওয়েবসাইটেই