আরও পড়ুনঃ ভারতে স্পাই হওয়ার যোগ্যতা কী? কত ধাপ পরীক্ষা দিতে হয়? চমকে যাবেন নিয়ম শুনলে!
এই কর্মসূচির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পঠনপাঠনের ধরন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমে কী কী থাকবে, সেই সবটাই বিশেষ ওয়ার্ম-আপ কোর্সের মাধ্যমে শেখানো হবে। এ ছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেটা সায়েন্স, কৃত্রিম মেধার মতো বিজ্ঞানভিত্তিক বিষয় কেন প্রাসঙ্গিক, তা নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
advertisement
এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘একাদশে ভর্তি হওয়ার আগে আগ্রহী পড়ুয়াদের জন্য মূলত কম্পিউটার নির্ভর বিষয়গুলির জন্য অফলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও বিজ্ঞাননির্ভর বিষয়গুলি নিয়ে প্রাথমিক ধারনা স্পষ্ট করা এবং পরবর্তীতে পেশা প্রবেশের ক্ষেত্রে এর ভূমিকা কী, সেই বিষয়গুলিও আলোচনা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আপাতত, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের জন্য এই কর্মসূচি শুরু হয়েছে। তবে, অন্যান্য জেলার পড়ুয়াদের জন্যও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, রাশিবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস যথাক্রমে ২৬ মে থেকে ৩০ মে এবং ৯ জুন করানো হবে। নির্ধারিত দিনগুলিতে পড়ুয়ারা বেলা সাড়ে ১২টা থেকে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে ক্লাস করতে আগ্রহী পড়ুয়াদের ১৫ জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে।ব
চলতি বছরের জুন মাসের বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকছে। তবে, আপাতত, অফলাইনে শিক্ষা সংসদের দফতরে, অর্থাৎ বিদ্যাসাগর ভবনেই মোট ২০০ জন পড়ুয়াদের নিয়ে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’-এর ক্লাস চলবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়