আরও পড়ুনঃ নীতি পুলিশি! যুবকের চোখে দেওয়া হল নুন ও লঙ্কার গুঁড়ো! কেন এরকম পরিণতি জানুন?
আন্দোলনের জেরে জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেল পর্যন্ত চলে অবরোধ ও বিশ্ববিদ্যালয়ের গেটে আন্দোলন কর্মসূচী। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর কোর্স চালু না হওয়া পর্যন্ত অনড় হয়ে আন্দোলন চালিয়ে যায় সাঁওতালি মাধ্যমের পডুয়ারা। তাঁদের উচ্চ শিক্ষার ভবিষ্যত নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে তাও প্রশ্ন তুলে বিক্ষোভ জারি রাখে তাঁরা।
advertisement
শেষমেস আন্দোলনের জেরে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠের অনুমোদন দেয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে ৭ বিষয়ে পঠন পাঠনের অনুমোদন দেয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের অনুমোদনে খুশি সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 1:04 PM IST