TRENDING:

CAT 2021: ২০২১ সালের CAT পরীক্ষার আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলছে! কী ভাবে সংশোধন করবেন?

Last Updated:

বিশদে জানতে শিক্ষার্থীরা IIM CAT-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২১-এ আয়োজিত CAT পরীক্ষার আবেদনপত্রে শিক্ষার্থীদের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ থাকছে। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের (Indian Institutes of Management) পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী গতকাল, ২৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকেই শিক্ষার্থীদের আবেদনপত্র সংশোধনের সুযোগ পাওয়ার কথা! এ ব্যাপারে আরও বিশদে জানতে শিক্ষার্থীরা IIM CAT-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
File Photo
File Photo
advertisement

যে সকল শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় কোনও তথ্য প্রদানে, নাম নথিভুক্ত করণে বা পরীক্ষার কেন্দ্র নির্বাচনে ভুল করেছেন তাঁরা এবারে ভুল শুধরে নিতে পারবেন। সে ক্ষেত্রে IIM CAT-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে iimcat.ac.in সংশোধনের প্রক্রিয়া পূর্ণ করতে পারেন।

আরও পড়ুন- লোকসভায় প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন কারা, কীভাবে আবেদন করতে পারবেন!

advertisement

CAT 2021 Application Correction Window Open: সংশোধনের তারিখ

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে কারেকশন উইন্ডো চালু করা হয়েছে। শিক্ষার্থীরা ২৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত সংশোধনের কাজ করতে পারবেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, এই বছরের CAT রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত সক্রিয় ছিল।

advertisement

CAT 2021 Application Correction Window Open: কী কী বিষয়ে সংশোধন করা যাবে?

CAT 2021 প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, শিক্ষার্থীরা আবেদনপত্রে প্রদত্ত নিজেদের সিগনেচার, ছবি এবং সুবিধা অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নির্বাচনে সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন- মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

advertisement

CAT 2021 Application Correction Window Open: পরীক্ষার তারিখ

২০২১ সালে সারা দেশ জুড়ে CAT পরীক্ষা আয়োজিত হবে রবিবার ২৮ নভেম্বর, ২০২১ তারিখে। শিক্ষার্থীদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে ২৭ অক্টোবর, ২০২১ তারিখ থেকে।

CAT 2021 Application Correction Window Open: কী ভাবে সংশোধন করা যাবে?

শিক্ষার্থীরা নিম্নলিখিত উপায়ে নিজেদের আবেদনপত্র সংশোধন করতে পারবেন-

advertisement

স্টেপ-১ প্রথমে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে iimcat.ac.in যেতে হবে।

স্টেপ-২ হোমপেজের অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডোতে ক্লিক করতে হবে।

স্টেপ-৩ এর পর শিক্ষার্থীদের সামনে একটি নতুন পেজ খুলবে।

স্টেপ-৪ এখানে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্টেপ-৫ সংশোধন প্রক্রিয়া সমাপ্ত হলে শিক্ষার্থীদের আবেদনপত্রটি ভালো করে দেখে নিতে হবে যাতে পুনরায় কোনও ভুল না থাকে। এর পর শিক্ষার্থীরা যদি ভবিষ্যতের সুবিধার্থে অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন তাহলে ভালো হয়।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CAT 2021: ২০২১ সালের CAT পরীক্ষার আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলছে! কী ভাবে সংশোধন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল