ECGC PO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
ECGC PO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া (Export Credit Guarantee Corporation of India)
পদের নাম | প্রবেশনারি অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৭৫ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | অনলাইন পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.০৪.২০২২ |
ECGC PO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।
ECGC PO Recruitment 2022: বয়সসীমা
পদগুলির বয়সসীমা সম্পর্কে জানানো হয়েছে যে, ২১ বছর থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা উল্লিখিত পদে আবেদনের যোগ্য।
ECGC PO Recruitment 2022: নিয়োগ পদ্ধতি
শূন্যপদগুলির জন্য, একটি অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা থেকে যোগ্য প্রার্থীদের তারপর ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করতে হবে। ২৯ মে, ২০২২ তারিখে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ECGC PO Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ECGC ওয়েবসাইটে যেতে হবে
‘Click here to apply for Probationary Officer’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে
রেজিস্ট্রেশন করে এবং ফর্মের বিবরণ পূরণ করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্টের কপি আপলোড করতে হবে
আবেদন ফি হিসেবে ১৭৫ টাকা (SC/ST/PwD) বা ৮৫০ টাকা (অন্যান্য প্রার্থীদের) প্রদান করতে হবে।
আবেদনপত্র জমা দিতে হবে
আবেদনের একটি কপি সংরক্ষণ করতে হবে