TRENDING:

ডাক্তার থেকে আইএফএস, জানুন অফিসার অপালা মিশ্রের স্বপ্নপূরণের কাহিনি

Last Updated:

উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা, অপালা মিশ্র ২০২০ ব্যাচের চিকিৎসক। সম্প্রতি তিনি আইএফএস হিসেবে যোগ দান করেন। তাঁর কথায়, তিনি সবসময় সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন, সেই কারণেই তাঁর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা, অপালা মিশ্র ২০২০ ব্যাচের চিকিৎসক। সম্প্রতি তিনি আইএফএস হিসেবে যোগ দান করেন। ১৯৯৭ সালে সেনা পরিবারে জন্ম অপালা মিশ্রর। বাবা অমিতাভ মিশ্র ছিলেন কর্নেল এবং ভাই অভিষেক মিশ্র সেনাবাহিনীর মেজর। মা ডাঃ আল্পনা মিশ্র দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপিকা।
ডাক্তার থেকে আইএফএস, জানুন অফিসার অপালা মিশ্রের স্বপ্নপূরণের কাহিনি। ছবি-ইন্সটাগ্রাম
ডাক্তার থেকে আইএফএস, জানুন অফিসার অপালা মিশ্রের স্বপ্নপূরণের কাহিনি। ছবি-ইন্সটাগ্রাম
advertisement

অপালা মিশ্র দেরাদুন থেকে দশম শ্রেণি পাশ করার পর দিল্লির রোহিনী থেকে দ্বাদশ শ্রেণি সম্পূর্ণ করেন। তারপর অপালা আর্মি কলেজ থেকে বিডিএস পাশ করেন, এবং তিনি সেখান থেকেই দন্ত চিকিৎসার ডিগ্রি অর্জন করেন। তাঁর কথায়, তিনি সবসময় সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন, সেই কারণেই তাঁর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত।

advertisement

তাই ডাক্তারি প্র্যাকটিস ছেড়ে ইউপিএসসি (UPSC) পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। প্রথম দুবারের প্রচেষ্টায় ইউপিএসসি (UPSC) প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু, হাল ছাড়েনি। অবশেষে, তৃতীয়বারের প্রচেষ্টায় নবম স্থান অর্জন করে আইএফএস টপারদের তালিকায় জয়গা করে নেন।

আরও পড়ুন:  বাংলাতেই প্রশ্নপত্র? রবিবারের SET পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশনের! জানুন শেষ মুহূর্তের আপডেট

advertisement

অপালা ইউপিএসসির (UPSC) ইন্টারভিউতে ২৭৫ নম্বরের মধ্যে ২১৫ পেয়ে পাঁচ বছরে সর্বোচ্চ স্কোরার। সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময়, অপালা দিনে ৭-৮ ঘন্টা পড়াশোনা করতেন।

আরও পড়ুন: নিট পিজি পরীক্ষার দিন ঘোষণা, রেজিস্ট্রেশন শুরু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আইএফএস অফিসার রুচিরা কাম্বোজ জাতিসংঘে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হয়েছিলেন। তিনি ১৯৮৭ সালে ইউপিএসসি সিএসই (CSE)-এর টপার হয়েছিলেন। প্যারিস থেকে কূটনৈতিক কর্মজীবন শুরু করার পর, কম্বোজ ১৯৯১-৯৬ সাল পর্যন্ত বিদেশমন্ত্রক ইউরোপ পশ্চিম বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৬-৯৯ সাল পর্যন্ত মরিশাস এবং পোর্ট লুইসের ভারতীয় হাইকমিশনে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ডাক্তার থেকে আইএফএস, জানুন অফিসার অপালা মিশ্রের স্বপ্নপূরণের কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল