TRENDING:

Recruitment 2021: প্রচুর পদে স্টাফ নার্স নিয়োগ, কী ভাবে এবং কোথায় আবেদন করবেন?

Last Updated:

অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর, ২০২১ থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর, ২০২১। (Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: সম্প্রতি ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং রিসার্চের (Directorate of Medical Education & Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চণ্ডীগড় স্টাফ নার্স (নার্সিং অফিসার)-এর গ্রুপ 'C' পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
প্রচুর পদে স্টাফ নার্স নিয়োগ, কী ভাবে এবং কোথায় আবেদন করবেন?
প্রচুর পদে স্টাফ নার্স নিয়োগ, কী ভাবে এবং কোথায় আবেদন করবেন?
advertisement

DMER Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ নভেম্বর, ২০২১ থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর, ২০২১। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধযমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: উইপ্রো-তে মেগা রিক্রুটমেন্ট! কীভাবে এবং কোথায় আবেদন করবেন জেনে নিন

DMER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ১৬২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। মূলত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে।

DMER Recruitment 2021: বয়সসীমা

আগ্রহী প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং রিসার্চ (DMER)
পদের নাম: স্টাফ নার্স (নার্সিং অফিসার) এর গ্রুপ 'C'
শূন্যপদের সংখ্যা: ১৬২
কাজের স্থান:  চণ্ডীগড়
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি:  কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ২৭.১২.২০২১
শিক্ষাগত যোগ্যতা:  স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সে ডিপ্লোমা থাকতে হবে বা সমমানের যোগ্যতা থাকতে হবে
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ৩০.১১.২০২১

DMER Recruitment 2021: আবেদন ফি

তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। জেনারেল ক্যাটাগরি/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রাক্তন চাকরিজীবী (EXM), শারীরিক প্রতিবন্ধী (PwD) প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।

আরও পড়ুন: খাদিতে স্থায়ী পদে সরকারি চাকরি, আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর

advertisement

DMER Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

• স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সে ডিপ্লোমা থাকতে হবে বা সমমানের যোগ্যতা থাকতে হবে।

• আগ্রহী প্রার্থীদের অবশ্যই রাজ্য নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসাবে রেজিস্ট্রিকৃত থাকতে হবে।

• প্রার্থীদের আইসিটির ওপর দক্ষতামূলক কোর্স সম্পন্ন থাকা অপরিহার্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে সার্টিফিকেট/ডিপ্লোমা/স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের আইসিটির দক্ষতামূলক কোর্স থেকে অব্যাহতি দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: প্রচুর পদে স্টাফ নার্স নিয়োগ, কী ভাবে এবং কোথায় আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল