প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ডিএলএড পার্ট ওয়ানের যে পরীক্ষা ২৮ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল সেই পরীক্ষা সূচিতে বদল করে ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১ সেপ্টেম্বর চাইল্ড স্টাডিজ, ২ সেপ্টেম্বর ল্যাঙ্গুয়েজ ওয়ান, ৪ সেপ্টেম্বর ল্যাঙ্গুয়েজ টু, ৭ সেপ্টেম্বর এনভায়রনমেন্টাল সায়েন্স ও ৮ সেপ্টেম্বর অঙ্ক পরীক্ষা হবে।
advertisement
চলতি বছরের ডিএলএড পার্ট ওয়ানের লিখিত পরীক্ষা হওয়ার পাশাপাশি ২০১৯- ২০২১ এবং ২০২০ – ২০২২ শিক্ষাবর্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার সূচিতেও বদল এনে এই দিনেই পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে।সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এক মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে। এর পরবর্তী পদক্ষেপ কীভাবে, তা নিয়ে শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের সঙ্গে বৈঠক বসতে পারে বলেই সূত্রের খবর।