TRENDING:

CSIR IIP Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরিতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! জানুন বিশদে!

Last Updated:

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৩ থেকে ১৭ জুন, ২০২২ তারিখের মধ্যে নির্ধারিত ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি সিএসআইআর- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের (CSIR- Indian Institute of Petroleum) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট অ্যাসোসিয়েট, ল্যাবরেটরি অ্যাসিস্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

CSIR IIP Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৩ থেকে ১৭ জুন, ২০২২ তারিখের মধ্যে নির্ধারিত ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন WB Police Constable Recruitment 2022: বয়স ১৮? আবেদন করুন কনস্টেবল পদে, প্রচুর নিয়োগ শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার!

advertisement

CSIR IIP Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৫৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (পোস্ট কোড ১): ১৩টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-II (পোস্ট কোড ২): ৯টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (পোস্ট কোড ৩): ২১টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-II(পোস্ট কোড ৪): ১টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (পোস্ট কোড ৫): ২টি পদ

advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট-II (পোস্ট কোড ৬): ১টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (পোস্ট কোড ৭): ৭টি পদ

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট (পোস্ট কোড ৮): ১টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (পোস্ট কোড ৯): ১টি পদ

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ১০): ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সিএসআইআর- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (CSIR- Indian Institute of Petroleum)

advertisement

পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট, ল্যাবরেটরি অ্যাসিস্ট এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৫৭
কাজের স্থান: উত্তরাখণ্ড
কাজের ধরন:  সরকারি
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ: বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: বিশদ দেখুন
ইন্টারভিউয়ের তারিখ:  ১৩ থেকে ১৭ জুন, ২০২২

advertisement

CSIR IIP Recruitment 2022: আবেদনের যোগ্যতা

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/বিই/বি.টেক ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।

CSIR IIP Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

CSIR IIP Recruitment 2022: আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স কপি ও আসল কপি সহ ইন্টারভিউতে উপস্থিত হতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=csir--iip-recruitment-2022-job-notification.pdf করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CSIR IIP Recruitment 2022: কেন্দ্রীয় সরকারি চাকরিতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল