উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর রবিবার রাত বারোটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্নাতক স্তরের ছাত্র ভর্তির জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। প্রায় এক মাস ধরে চলবে এই ছাত্র ভর্তির প্রক্রিয়া।
advertisement
এর পাশাপাশি পোর্টাল নিয়ে বেশ কিছু অভিযোগও আসছে। যদিও সেই অভিযোগ গুলি ছাত্রছাত্রীদের সমাধান করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট মারফত বলেই দাবি উচ্চশিক্ষা দফতরের।
এবছরই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির পোর্টাল চালু করা হয়েছে। মেধা তালিকা প্রকাশ করার ক্ষমতা কলেজগুলির হাতে নেই। শুধুমাত্র উচ্চ শিক্ষা দফতরের মাধ্যমে এই মেধা তালিকা প্রকাশ করা হবে।
মূলত ছাত্র ভর্তি নিয়ে লাগাতার বিরোধীরা টাকা তোলা থেকে শুরু করে স্বজনপোষণের অভিযোগ তুলেছে। এই প্রক্রিয়ার মাধ্যম ছাত্র ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে দাবি উচ্চ শিক্ষা দফতরের।