CSL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ জুন থেকে। প্রার্থীদের আগামী ৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: রাজ্য ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অধীনে ১৫৫ পদে নিয়োগ! জানুন বিস্তারিত!
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক https://cochinshipyard.in/career/career_locations/1 করে দেখতে পারেন।
CSL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে cochinshipyard.in যেতে হবে
তারপরে ‘Careers’ ট্যাবে ক্লিক করে ‘CSL Kochi’-র আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে
এরপর নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সহ লগ-ইন করতে হবে
বিস্তারিত তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে
তারপর আবেদন ফি জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
CSL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সেমি স্কিল্ড রিগার | ৫৩টি পদ |
স্ক্যাফফোল্ডার | ৫টি পদ |
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট | ১৮টি পদ |
ফায়ারম্যান | ২৯টি পদ |
সিএসএল গেস্ট হাউসের জন্য কুক | ১টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Cochin Shipyard Limited) |
পদের নাম | চুক্তিভিত্তিক ওয়ার্কম্যান |
শূন্যপদের সংখ্যা | ১০৬ |
কাজের স্থান | কোচিন |
কাজের ধরন | চুক্তিভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ০৮.০৭.২০২২
CSL Recruitment 2022: বয়সসীমা
পদের জন্য বয়সের উর্ধ্বসীমা ৮ জুলাই, ২০২২ তারিখ অনুযায়ী ৩০ বছর। সমস্ত বিভাগের জন্য নিয়ম অনুসারে বয়স শিথিলের নিয়ম প্রযোজ্য।
আরও পড়ুন: দশম শ্রেণির পরে NDA-র জন্য প্রস্তুতি নিতে চান? ভোসলা মিলিটারি স্কুল আপনার সেরা বিকল্প!
CSL Recruitment 2022: আবেদন ফি
সকল বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। প্রার্থীরা ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ ইউপিআই/ওয়ালেট মোডের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে পারেন।