আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আবেদনের শেষ দিন প্রকাশ করা হয়নি। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্য পদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
ইঞ্জিন ড্রাইভার | ৫ |
সারং লাসকার | ২ |
ফায়ার ইঞ্জিন ড্রাইভার | ৫ |
ফায়ারম্যান | ৫৩ |
সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার | ৯ |
মোটর ট্রান্সপোর্ট ফিটার | ৫ |
স্টোর কীপার গ্রেড ২ | ৩ |
স্প্রে পেইন্টার | ১ |
মোটর ট্রান্সপোর্ট মেকানিক | ১ |
লাসকার | ৫ |
মাল্টি টাস্কিং স্টাফ | ৩ |
আনস্কিল্ড লেবার | ২ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কোস্ট গার্ড রিজিয়ন (Coast Guard Region) |
পদের নাম | ফায়ারম্যান ও অন্যান্য |
শূন্য পদের সংখ্যা | ৯৬ |
কাজের স্থান | মুম্বই, কোচি, মুরুড, জাঙ্গিরা, দমন, রত্নগিরি, কাভারাত্তি এবং গোয়া |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন | কিছু জানানো হয়নি |
বিশদ নোটিস | http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10147_3_2122b.pdf |
আরও পড়ুন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জানুন...
বেতনক্রম:
প্রার্থীদের নির্বাচনের পরে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত বেতনক্রম ধার্য করা হয়েছে।
কাজের স্থান:
প্রার্থীদের মুম্বই, কোচি, মুরুড, জাঙ্গিরা, দমন, রত্নগিরি, কাভারাত্তি, গোয়া ইত্যাদি স্থানে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ভারতীয় নৌ-সেনায় প্রচুর নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
আবেদন পদ্ধতি:
অনলাইনে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করার পর প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের নিজের স্বাক্ষর করা ফোটোকপি নির্দিষ্ট স্থানের প্রতিষ্ঠানে পাঠাতে হবে। সে ক্ষেত্রে সাধারণ পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর কথা বলা হয়েছে।