মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।”
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬
প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট শিক্ষামন্ত্রীর। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রছাত্রীর উদ্যেশে ট্যুইট করে লেখেন, “আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশিত হল। পাশের হার ৮৯.২৫%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও, ভাল মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল কর এই কামনা রইল।”
আরও পড়ুন: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!
২৪ মে বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল।এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশ বিচারে তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ।