TRENDING:

Inspiration: CBSE Board Examination Result 2023: অ্যাসিড হামলায় শৈশবেই দৃষ্টিহীন, ব্রেইলে পড়াশোনা করে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫.০২% নম্বর পিওনকন্যার

Last Updated:

Inspiration: CBSE Board Examination Result 2023: ৬ বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিল কাফি৷ হারিয়েছে দৃষ্টিশক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চণ্ডীগড় : নজির তৈরি করলেন কাফি৷ অ্যাসিড আক্রমণের শিকার এই কিশোরী সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫.০২ শতাংশ নম্বর পেয়েছেন৷ পিওনের কন্যা কাফি তাঁর স্কুলেও পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে৷ তার বাবা সরকারি দফতরে পিওনের চাকরি করেন৷ মাত্র তিন বছর বয়সে কাফি অ্যাসিড হামলার শিকার হয়৷ পারিবারিক ঝামেলার জেরে তাকেই আক্রমণের লক্ষ্য করেছিল পড়শি৷ ছোট্ট কাফির মুখ ঝলসে যায় অ্যাসিডের তীব্রতায়৷ ৬ বছর হাসপাতালে চিকিৎসাধীন ছিল কাফি৷ হারিয়েছে দৃষ্টিশক্তি৷ তার পর থেকে সে ব্রেইল মাধ্যমে পড়াশোনা করে৷ এবং পড়াশোনায় বরাবরই সে মেধাবী৷
advertisement

সংবাদমাধ্যমে কাফি জানিয়েছে ভবিষ্যতে আইএএস অফিসার হয়ে সে তার বাবা মাকে গর্বিত করতে চায়৷ তার সবথেকে প্রিয় বিষয় ভূগোল৷ তার পাশে থাকার জন্য বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাফি৷ এছাড়াও তার সাফল্যের কারিগর শিক্ষক শিক্ষিকাদের সঠিক পথ দেখানো৷ ইন্টারনেটও তাকে যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছে কাফি৷

advertisement

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

তার বাবা জানিয়েছেন, মেয়ের জন্য তাঁরা গর্বিত৷ ভবিষ্যতে তার সব স্বপ্ন পূরণ করবেন তাঁরা৷ দরকারে তিনি দিনরাত এক করে কাজ করবেন৷ কিন্তু মেয়ের স্বপ্ন অধরা থাকতে দেবেন না৷

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

মেয়ের উপর অ্যাসিড আক্রমণের পর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, জানিয়েছেন কাফির বাবা৷ কিন্তু জীবনকে থেমে যেতে দেননি৷ পড়াশোনা করান মেয়েকে৷ এবং তাঁর সিদ্ধান্ত যে ভুল নয়, সে কথা প্রমাণ হয়েছে আজ৷ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত কাফির মা জানিয়েছেন, ‘‘কাফি পড়াশোনায় খুবই ভাল৷ আমি তার এই রেজাল্টে গর্বিত৷ ওর এই কীর্তিতে আমরা এ বার সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারব৷ এটা খুবই গর্বের বিষয় আমাদের কাছে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Inspiration: CBSE Board Examination Result 2023: অ্যাসিড হামলায় শৈশবেই দৃষ্টিহীন, ব্রেইলে পড়াশোনা করে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫.০২% নম্বর পিওনকন্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল