সংবাদমাধ্যমে কাফি জানিয়েছে ভবিষ্যতে আইএএস অফিসার হয়ে সে তার বাবা মাকে গর্বিত করতে চায়৷ তার সবথেকে প্রিয় বিষয় ভূগোল৷ তার পাশে থাকার জন্য বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাফি৷ এছাড়াও তার সাফল্যের কারিগর শিক্ষক শিক্ষিকাদের সঠিক পথ দেখানো৷ ইন্টারনেটও তাকে যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছে কাফি৷
advertisement
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
তার বাবা জানিয়েছেন, মেয়ের জন্য তাঁরা গর্বিত৷ ভবিষ্যতে তার সব স্বপ্ন পূরণ করবেন তাঁরা৷ দরকারে তিনি দিনরাত এক করে কাজ করবেন৷ কিন্তু মেয়ের স্বপ্ন অধরা থাকতে দেবেন না৷
মেয়ের উপর অ্যাসিড আক্রমণের পর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, জানিয়েছেন কাফির বাবা৷ কিন্তু জীবনকে থেমে যেতে দেননি৷ পড়াশোনা করান মেয়েকে৷ এবং তাঁর সিদ্ধান্ত যে ভুল নয়, সে কথা প্রমাণ হয়েছে আজ৷ মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত কাফির মা জানিয়েছেন, ‘‘কাফি পড়াশোনায় খুবই ভাল৷ আমি তার এই রেজাল্টে গর্বিত৷ ওর এই কীর্তিতে আমরা এ বার সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারব৷ এটা খুবই গর্বের বিষয় আমাদের কাছে৷’’