উল্লেখ্য, সিবিএসই কখনই পার্সেন্টেজ ঘোষণা করে না পরীক্ষার্থীদের। তবে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে বিভ্রান্তি দূর করতে অনেকেই প্রশ্ন করেছিল সিবিএসই-কে। এরপর একটি নোটিশ জারি করে সিবিএসই জানায়, সিবিএসই-র পরীক্ষার সপ্তম অধ্যায়ের ৪০.১ (iii) উপধারায় স্পষ্ট করে বলা আছে সিবিএসই কোনও ডিভিশন, ডিস্টিংশন বা অ্যাগ্রিগেট দেয় না।
advertisement
আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, দশমে কেউ যদি পাঁচটির বেশি বিষয় বেছে নিয়ে পরীক্ষা দেয়, তাহলে একাদশ শ্রেণিতে ভরতি হওয়ার সময় সংশ্লিষ্ট স্কুলকেই ‘সেরা ৫ বিষয়’ বেছে নিয়ে অ্যাগ্রিগেট মার্কস নির্ধারণ করতে হবে। দ্বাদশের ক্ষেত্রেও বিষয়টা একই রকমের হবে। সেই ক্ষেত্রে কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা নিয়োগকর্তা নিজেদের মতো করে পরীক্ষার্থীর মার্কস দেখে তার অ্যাগ্রিগেট নির্ণয় করবে।
লক্ষাধিক শিক্ষার্থী আসন্ন বোর্ড পরীক্ষার দিনক্ষণ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে সিবিএসই বোর্ডের তরফে এখনও কোনও দিন জানানো হয়নি। পরের বছর লোকসভা ভোটের আবহে ফেব্রুয়ারিতে ক্লাস ১০ এবং ১২-এর বোর্ডের পরীক্ষা শুরু হতে পারে। প্রায় ২ মাস ধরে এই পরীক্ষা চলবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F