চলতি বছর সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা। তালিকায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইএম আহমেদাবাদ, আইআইএম বেঙ্গালুরু, আইআইএম কোজিকোড়, আইআইটি দিল্লি, আইআইএম লখনউ, আইআইএম মুম্বই, আইআইএম কলকাতা, আইআইএম ইনদওর, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এক্সএলআরআই-জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট-এর মতো প্রতিষ্ঠান প্রথম দশে স্থান দখল করেছে।
advertisement
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিএ কোর্সে ভর্তির জন্য আইআইএম আমদাবাদ নির্ধারিত কাট অফ নম্বর পার্সেন্টাইল। আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম কোজিকোড়-এ ভর্তি হতে গেলে প্রয়োজন ন্যূনতম ৮৫ পার্সেন্টাইল। আইআইএম কলকাতার জন্য ৮৫ পার্সেন্টাইল। অন্য দিকে, আইআইএম লখনউয়ের কাট অফ ৯০ পার্সেন্টাইল।
আরও পড়ুন: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?
উল্লেখ্য, চলতি বছরের ক্যাট হবে ৩০ নভেম্বর। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে আইআইএম কোজিকোড়।
