জেলায় ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের কাজের জন্য পিয়ার সাপোর্ট কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদ মাত্র একটি। ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা ব্যক্তির কর্মস্থল হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ (এইমস) এ।
advertisement
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ এর মধ্যে। সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য বিশেষ ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১০ হাজার টাকা।
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। পাশাপাশি তারা রাজ্যে স্থায়ী বাসিন্দা হওয়া স্থানীয় ভাষায় পারদর্শী থাকা এবং কাজের জন্য প্রয়োজনে ইংরেজি ভাষার ব্যবহারের দক্ষতা থাকাও আবশ্যিক। যারা হেপাটাইটিস বি বা সি রোগ মুক্ত হয়েছেন তাদেরকে এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
জানা যায় আগামী ৫ ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে নদিয়া মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ঐদিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্রসহ অন্যান্য সমস্ত কিছু নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য জেলা প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া জরুরি।
মৈনাক দেবনাথ