TRENDING:

JEE Main April Session Postponed: পিছিয়ে গেল এপ্রিল মাসের JEE পরীক্ষা, পরবর্তী দিন ঘোষণার অপেক্ষা

Last Updated:

করোনার সংক্রমণের ফলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পিছিয়ে দেওয়া হল JEE পরীক্ষা 2021 এপ্রিল সেশন৷ শিক্ষামন্ত্রী জানিয়ে দেন যে, সকল শিক্ষার্থীদের এবং তাঁদের উচ্চশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷ কিন্তু তার থেকেও অত্যন্ত চিন্তার বিষয় দেশে বেড়ে চলা করোনা সংক্রমণ৷ পরীক্ষার্থীদের শারীরিক নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ শীঘ্রই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রক জানাচ্ছে যে, শিক্ষার্থীরা নতুন তারিখ এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের সময় পাবেন। যেই সময়টা তাঁরা প্রস্তুতির কাজে লাগাতে পারবেন৷
advertisement

JEE পরীক্ষার নতুন তারিখ পরীক্ষার কমপক্ষে ১৫ দিন আগে ঘোষণা করা হবে।

এপ্রিল সেশনে শুধুমাত্র পেপার ওয়ানের পরীক্ষা হওয়ার কথা। পেপার ১-এর পরীক্ষা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে BE এবং BTech ভর্তির জন্য হয়।

পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে ছিলেন শিক্ষার্থীরাও৷ ট্যুইটারে হ্যাশট্যাগ পোস্টপনজি ট্রেন্ড করতে শুরু করে৷ এপ্রিলে JEE পরীক্ষা পিছোনোর দাবি জানাচ্ছিলেন তাঁরা৷

মে মাসের ২৪,২৫,২৬, ২৭,২৮-এ JEE অন্য পরীক্ষাগুলির দিন ধার্য ছিল৷ জেইই মেইন পেপার 2 এ (BArch) এবং 2 বি (Planning) পরীক্ষা মে মাসে হওয়ার কথা ছিল৷ তবে এবার দেখার পরীক্ষাগুলি কবে হবে৷

advertisement

আরও পড়ুনCoronavirus India:ভয়াবহ পরিস্থিতি! দেশে ২.৬১ লক্ষ মানুষ করোনা আক্রান্ত, ১৫০১ জনের মৃত্যু

এবার JEE Main Examination 2021 ন্যাশনাল এগজামিনেশন এজেন্সি চার দফায় পরিচালনা করছে৷ এর মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরীক্ষা হয়েছে। এখনও দুটি দফার পরীক্ষা হওয়ার কথা ছিল। এপ্রিল অধিবেশন পরীক্ষা ২২ শে এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা পিছিয়ে দেওয়া হল। অন্য দফা ২২ শে মে ২০২১ থেকে ২৮ শে মে ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, যা সম্ভবত স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

advertisement

করোনার সংক্রমণের ফলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেক রাজ্যেও স্থানীয় বোর্ডের পরীক্ষা সহ স্কুল পরীক্ষা স্থগিত হয়েছে করোনার কারণেই। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমেই পাস করানো হবে৷

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JEE Main April Session Postponed: পিছিয়ে গেল এপ্রিল মাসের JEE পরীক্ষা, পরবর্তী দিন ঘোষণার অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল