TRENDING:

SSC Supreme Court Verdict: সোমার হলে সায়নগামের নয় কেন? ক্যানসার আক্রান্তের আর্জি, 'আমার চাকরিটাও অন্তত থাকুক'

Last Updated:

SSC Supreme Court Verdict: ক্যানসার আক্রান্ত হয়েও চাকরি থাকল না ফাঁসিদেওয়া বিধাননগরের কুরবান আলি হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সায়নগাম ভাওয়ালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর চাকরি গেলেও ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট! ক্যানসার আক্রান্ত হয়েও চাকরি থাকল না ফাঁসিদেওয়া বিধাননগরের কুরবান আলি হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সায়নগাম ভাওয়ালের।
চাকরি বাতিল মামলা
চাকরি বাতিল মামলা
advertisement

২০১৬ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে চাকরি পান। ২০২৪ থেকে শারীরিক অবস্থা অবনতি হতেই মরণরোগ ক্যানসারে আক্রান্ত হন সায়নগাম। প্রথম ধাপে ক্যানসারের চিকিৎসা শুরু করলেও তিন মাস অন্তর মুম্বইয়ে চিকিৎসা করতে হয়! এই অবস্থায় চাকরি গেলে কি হবে, খবর পাওয়ার পর চোখে মুখে দুঃশ্চিন্তায় ভেঙে পড়েছেন।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে কর্কটে মঙ্গল, এপ্রিলেই মেগা খেলা শুরু…! চরম দুঃসময় ৬ রাশির, যেতে পারে চাকরি, দুর্ঘটনার বিরাট সম্ভাবনা

advertisement

সায়নগাম জানান, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল তবে এরকম একটা রায় বেরবে সেটা ভাবতে পারেনি। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, হঠাৎ করে এইভাবে চাকরি চলে গেলে কিভাবে সংসার চালাব ও নিজের চিকিৎসা কি ভেবে করাব সেটা বুঝে উঠতে পারছি না।

আরও পড়ুন-কয়েকশো গুণ ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! শনির উদয়ে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড!৪ রাশির জ্যাকপট,আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা হাত দেবে তাই সোনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্যানসার আক্রান্ত সোমা দাসের মত বিশেষ ছাড়ের আর্জি করেন তিনি। সায়নগাম বলেন,আদালত বিষয়টি দেখুক। অন্যথা টাকার অভাবে মাঝপথেই চিকিৎসা বন্ধ হবে। বাড়িতে রয়েছে দু-বছরের শিশু, বউ, মা, ভাই ও ভাইয়ের বউ।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Supreme Court Verdict: সোমার হলে সায়নগামের নয় কেন? ক্যানসার আক্রান্তের আর্জি, 'আমার চাকরিটাও অন্তত থাকুক'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল