২০১৬ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ২০১৮ সালে চাকরি পান। ২০২৪ থেকে শারীরিক অবস্থা অবনতি হতেই মরণরোগ ক্যানসারে আক্রান্ত হন সায়নগাম। প্রথম ধাপে ক্যানসারের চিকিৎসা শুরু করলেও তিন মাস অন্তর মুম্বইয়ে চিকিৎসা করতে হয়! এই অবস্থায় চাকরি গেলে কি হবে, খবর পাওয়ার পর চোখে মুখে দুঃশ্চিন্তায় ভেঙে পড়েছেন।
advertisement
সায়নগাম জানান, বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল তবে এরকম একটা রায় বেরবে সেটা ভাবতে পারেনি। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, হঠাৎ করে এইভাবে চাকরি চলে গেলে কিভাবে সংসার চালাব ও নিজের চিকিৎসা কি ভেবে করাব সেটা বুঝে উঠতে পারছি না।
advertisement
ক্যানসার আক্রান্ত সোমা দাসের মত বিশেষ ছাড়ের আর্জি করেন তিনি। সায়নগাম বলেন,আদালত বিষয়টি দেখুক। অন্যথা টাকার অভাবে মাঝপথেই চিকিৎসা বন্ধ হবে। বাড়িতে রয়েছে দু-বছরের শিশু, বউ, মা, ভাই ও ভাইয়ের বউ।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 5:41 PM IST