আরও পড়ুন : জুনের শুরুতেই মাধ্যমিকের ফল ঘোষণা, রেজাল্ট জানতে চোখ রাখুন এই ওয়েবসাইটগুলিতে...
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে আগামী ২৭ শে মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে বৈঠক বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে অধ্যক্ষদের থেকে মতামত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেই ৩ রা জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কয়েকটি কলেজের উপাধ্যক্ষ আবার অনলাইনে পরীক্ষা চায়। সেক্ষেত্রে আগামী ২৭ শে মে এর বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই বিশ্ববিদ্যালয়ের একাংশের ধারণা।
advertisement
প্রসঙ্গত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের একাংশ অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে। অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও অফলাইনে হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে এই সিদ্ধান্তে অনড়। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরের সেমিস্টার পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার পথেই হেটেছে।
আরও পড়ুন : ৭ বছর পর মুক্তি! মেয়ে শিনা বোরার হত্যাকাণ্ডে অবশেষে জামিন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের
প্রসঙ্গত রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সম্প্রতি একটি নির্দেশিকা দেয় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে। অনলাইনে পরীক্ষা নাকি অফলাইনে পরীক্ষা তা বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে। তারপর এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা নিয়ে আলোচনায় বসতে শুরু করেছে। যদিও অফলাইনে পরীক্ষা নেওয়ার দরুন ছাত্র বিক্ষোভের ও আশঙ্কা করছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত কলেজ অধ্যক্ষরা পরীক্ষা নিয়ে কি মতামত দেয় সেদিকেই তাকিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়