TRENDING:

Madhyamik 2022: মাধ্যমিকের জন্য বন্ধ রাখা যাবে না ইন্টারনেট, স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

শুধু ইন্টারনেট বন্ধ না রেখে পরীক্ষায় নকল, টুকলি আটকাতে রাজ্য সরকারকে সবরকম পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত (Madhyamik 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2022) জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না৷ ইন্টারনেট বন্ধের জন্য রাজ্য সরকারের নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করে এ দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

শুধু ইন্টারনেট বন্ধ না রেখে পরীক্ষায় নকল, টুকলি আটকাতে রাজ্য সরকারকে সবরকম পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে আদালত৷ ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দু' সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত হলফনামাও জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

আরও পড়ুন: মাধ্যমিকের সময় ইন্টারনেট বন্ধে জনস্বার্থ মামলা, রাজ্যের হাতিয়ার 'গোয়েন্দা রিপোর্ট'!

advertisement

গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষায় প্রশ্ন ফাঁস আটকাতে রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা৷ অনৈতিক ভাবে ইন্টারনেট বন্ধ করার নির্দেশিকা বাতিলের আর্জি জানান মামলাকারীর আইনজীবী৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যুক্তি দেন, রাজ্যের কোথাও ১৪৪ ধারা জারি করা হয়নি৷ মাধ্যমিকে টোকাটুকি বন্ধ করতেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ তাও সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে৷ দার্জিলিং জেলার বাগডোগরা, বীরভূমের পাঁচ নম্বর ব্লক, কোচবিহারের ৬ নম্বর ব্লক, উত্তর দিনাজপুর ও মালদহের কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে৷ শেষ পর্যন্ত

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2022: মাধ্যমিকের জন্য বন্ধ রাখা যাবে না ইন্টারনেট, স্থগিতাদেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল