TRENDING:

CAG Recruitment 2021: অ্যাকাউন্ট্যান্ট, অডিটার, ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা CAG-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.cag.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি কম্পট্রোলার এবং অডিটার জেনারেলের (Comptroller and Auditor General) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাকাউন্ট্যান্ট, অডিটার, ক্লার্ক/ ডিইও-গ্রেড-এ ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা CAG-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.cag.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
photo source collected
photo source collected
advertisement

CAG Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে ২ অক্টোবর, ২০২১ তারিখ। রোজগার সমাচার ও এমপ্লয়মেন্ট নিউজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে আবেদনের সম্পূর্ণ বিবরণ ও আবেদনপত্র প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.cag.gov.in থেকেই পেয়ে যাবেন।

advertisement

CAG Recruitment 2021: শূন্যপদের বিবরণ

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মূলত স্পোর্টস কোটার আওতায় এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের অডিটার, অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক/ ডিইও-গ্রেড-এ পদে নিয়োগ করা হবে।

CAG Recruitment 2021: আবেদনের বয়সসীমা

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অডিটার, অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক/ ডিইও-গ্রেড-এ পদের জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: কম্পট্রোলার এবং অডিটার জেনারেল (CAG)

পদের নাম: অডিটার, অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক/ ডিইও-গ্রেড-এ

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: ০২.১০.২০২১

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

advertisement

আবেদন পদ্ধতি: নির্দিষ্ট কিছু জানানো হয়নি

আবেদনের শেষ দিন: বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে

CAG Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, শূন্যপদের সংখ্যা ও বিবরণ, কাজের স্থান, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিশদে জানতে CAG-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.cag.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

CAG Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রার্থীরা একই সঙ্গে অডিটার, অ্যাকাউন্ট্যান্ট এবং ক্লার্ক/ ডিইও-গ্রেড-এ পদের জন্য আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীদের আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসে জমা করাতে হবে। তবে দিল্লির CAG দফতরে কোনও আবেদনপত্র জমা নেওয়া হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CAG Recruitment 2021: অ্যাকাউন্ট্যান্ট, অডিটার, ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল