ভর্তির প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া চলবে ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এরপর ৬ জুলাই প্রকাশ পাবে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স অনুযায়ী মেধাতালিকা ও আসন বণ্টন করা হবে।
প্রথম পর্যায়ের আসন বণ্টনের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। ১৭ জুলাই প্রকাশিত হবে আপগ্রেড রাউন্ডের জন্য নতুন মেধাতালিকা ও আসন বণ্টন। আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে ১৭ থেকে ২০ জুলাইয়ের মধ্যে। এরপর ২৪ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে। ১ অগাস্ট থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।
advertisement
দ্বিতীয় পর্যায় বা মপ-আপ রাউন্ড শুরু হবে ২ অগাস্ট থেকে। এই রাউন্ডে অংশ নিতে পারবেন–
১. নতুন আবেদনকারী,
২. প্রথম পর্যায়ে যাঁরা কোনও আসনে মনোনীত হননি,
৩. মনোনয়ন পেলেও ভর্তি হননি অথবা বাতিল করেছেন।
১১ অগাস্ট পর্যন্ত এই আবেদন করা যাব। মেধা তালিকা ও আসন বরাদ্দ প্রকাশ হবে ১৪ অ। ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।
ফের একবার আপগ্রেড রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং সেই রাউন্ডে ভর্তি প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। সর্বশেষ, ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিকৃত প্রার্থীদের শারীরিক যাচাই ও ক্লাসে যোগদান সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এই সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে বলে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে।