TRENDING:

BSF ASI, Head Constable Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩২৩ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?

Last Updated:

বাছাই পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা থাকবে, দ্বিতীয় পর্যায়ে ফিজিক্যাল মেজারমেন্ট, এএসআই (স্টেনোগ্রাফার) শর্টহ্যান্ড পরীক্ষা, এইচসি (মিনিস্ট্রাল) টাইপিং টেস্ট, ডকুমেন্টেশন এবং মেডিকেল টেস্ট অন্তর্ভুক্ত থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, এএসআই (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল, এইচসি (মিনিস্ট্রাল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

BSF ASI, Head Constable Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

BSF ASI, Head Constable Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে rectt.bsf.gov.in যেতে হবে। এরপর “Apply Now” অপশনে ক্লিক করে ‘RECRUITMENT TO THE POST OF ASSISTANT SUB INSPECTOR (STENO) AND HEAD CONSTABLE (MINISTERIAL)’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে ও আবেদনের ফি জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

advertisement

আরও পড়ুন: অগ্নিবীর প্রকল্পে মহিলা প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরু হল, জানুন বিস্তারিত

BSF ASI, Head Constable Recruitment 2022: শূন্যপদের ও সংখ্যা বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)
পদের নাম অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, এএসআই (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল, এইচসি (মিনিস্ট্রাল)
শূন্যপদের সংখ্যা ৩২৩
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ ০৬.০৯.২০২২

advertisement

BSF ASI, Head Constable Recruitment 2022: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

BSF ASI, Head Constable Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

বাছাই পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা থাকবে, দ্বিতীয় পর্যায়ে ফিজিক্যাল মেজারমেন্ট, এএসআই (স্টেনোগ্রাফার) শর্টহ্যান্ড পরীক্ষা, এইচসি (মিনিস্ট্রাল) টাইপিং টেস্ট, ডকুমেন্টেশন এবং মেডিকেল টেস্ট অন্তর্ভুক্ত থাকবে।

advertisement

আরও পড়ুন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, কীভাবে আবেদন করবেন?

BSF ASI, Head Constable Recruitment 2022: আবেদন ফি

আবেদনপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ১০০ টাকা পরীক্ষার ফি দিতে হবে। তফসিলি জাতি, উপজাতি, মহিলা প্রার্থী, বিএসএফ এবং প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে না।

BSF ASI, Head Constable Recruitment 2022: বয়সসীমা

১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

BSF ASI, Head Constable Recruitment 2022: বেতন

স্টেনোগ্রাফার- ২৯,২০০- ৯২,৩০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মিনিস্ট্রাল- ২৫,৫০০- ৮১,১০০ টাকা

বাংলা খবর/ খবর/চাকরি/
BSF ASI, Head Constable Recruitment 2022: বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩২৩ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল