BIS Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
BIS Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৭৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রুপ এ- ৪টি পদ
গ্রুপ বি- ১২৪টি পদ
গ্রুপ সি- ১৪৮টি পদ
সরাসরি আবেদনের লিঙ্ক- https://ibpsonline.ibps.in/bisrvpmar22/
সম্পূর্ণ নোটিশ লিঙ্ক- https://www.bis.gov.in/wp-content/uploads/2022/04/Final-English-16-Apr-2022-2-files-merged.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau of Indian Standards)
পদের নাম | গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি |
শূন্যপদের সংখ্যা | ২৭৬ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরুর তারিখ | চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯.০৫.২০২২ |
BIS Recruitment 2022: বিশেষ ঘোষণা
উল্লিখিত পদের জন্য আগামী জুন মাসে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার ১০ দিন আগে প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
BIS Recruitment 2022: আবেদন ফি
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিন্দি), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন ও ফিনান্স), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং ও কনজিউমার অ্যাফেয়ার্স) পদের জন্য আবেদন ফি ৮০০ টাকা এবং অন্যান্য বাকি পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
BIS Recruitment 2022: আবেদন পদ্ধতি
BIS-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.bis.gov.in যেতে হবে।
হোমপেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
আবেদনের লিঙ্কে ক্লিক করে নাম রেজিস্টার করাতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি প্রদান করতে হবে।
সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদনের ফর্ম জমা দিতে হবে।
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।