TRENDING:

একা ডেকে নেন! কোলে বসান ছাত্রীদের! প্রশান শিক্ষকের বিরুদ্ধে বিরাট অভিযোগ! তমলুকে স্কুলের বাইরে বিক্ষোভ

Last Updated:

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌণ হেনস্থা করে আসছেন প্রধান শিক্ষক। প্রতিবাদে আজ পথে নেমে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রী অভিভাবকরা। প্রধান শিক্ষককে হেনস্থা এবং মারধর করে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। প্রধান শিক্ষককে উদ্ধারে পুলিশ গেলে পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুরের তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলে শনিবার সকাল থেকে তীব্র উত্তেজনা। অভিযোগ, প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছেন। ছাত্রীরা অভিযোগ করেছে—তিনি একা ডেকে নিতেন, কোলে বসাতেন এবং অশালীন আচরণ করতেন।
তমলুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে বিক্ষোভ, অবরোধে উত্তাল স্কুল চত্বর!
তমলুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে বিক্ষোভ, অবরোধে উত্তাল স্কুল চত্বর!
advertisement

ঘটনার কথা বাড়িতে জানাতেই অভিভাবকেরা স্কুলে এসে প্রধান শিক্ষককে প্রশ্ন করেন। উত্তর না পেয়ে ক্ষুব্ধ ছাত্র-অভিভাবকেরা তাকে টেনে বাইরে এনে মাটিতে বসিয়ে রাখেন এবং স্লোগান দিতে থাকেন—“উই ওয়ান্ট জাস্টিস”

জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ! 

মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন ই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!  

advertisement

স্থানীয় কাউন্সিলর ও তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের সামনেই অভিযুক্তকে মারধরের অভিযোগ ওঠে। পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যেতে চাইলে ছাত্রীরা গাড়ি ঘিরে অবরোধ করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে অচলাবস্থা চলতে থাকে।

পড়ুয়া ও অভিভাবকদের দাবি—অভিযুক্ত প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

advertisement

তমলুকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে বিক্ষোভ, অবরোধে উত্তাল স্কুল চত্বর!

অভিযোগ, তমলুকের ডহরপুর তপসিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌণ হেনস্থা করতেন ছাত্রীদের। ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। ঘটনা অনেক দিন ধরেই চলছে বলে ছাত্রীদের অভিযোগ। বাড়িতে জানানোর পরেই স্কুলে হাজির হন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোন উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে এনে মাটিতে বসিয়ে রাখা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে দু চার ঘা বলে অভিযোগ। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা।দীর্ঘ ১ ঘণ্টা সময় অতিক্রম করলেও এখনও পুলিশের গাড়ি ঘিরে রয়েছেন স্কুল ছাত্রীরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
একা ডেকে নেন! কোলে বসান ছাত্রীদের! প্রশান শিক্ষকের বিরুদ্ধে বিরাট অভিযোগ! তমলুকে স্কুলের বাইরে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল